‘সুনাম নষ্ট হওয়ার মতো কিছু করবে না শিক্ষার্থীরা’

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ১৭:৫০ | প্রকাশিত : ০৩ আগস্ট ২০১৮, ১৬:৩৩

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সুনাম নষ্ট হওয়ার মতো কিছু করবে না বলে আশা করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শিক্ষার্থীরা এবার ঘরে ফিরে যাবে বলেও আশা করেন তিনি। মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী খুব দয়ালু, তিনি নিহত দুজনের পরিবারকে ৪০ লাখ টাকা দিয়েছেন এবং বলেছেন শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হবে।’

শুক্রবার সকালে ভোলায় নিজ বাসভবনে সদর উপজেলা আওয়ামী লীগের এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

আগামী নির্বাচন প্রসঙ্গে তোফায়েল বলেন, ‘আগামী নির্বাচন হবে ক্ষমতাসীন দলের অধীনে, সংবিধান অনুসারে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। বিএনপি জোর-জবরদস্তি করতে চায়, তবে তা পারবে না। নির্বাচন হবে এই সরকার ক্ষমতায় থেকে। পার্লামেন্টও থাকবে, নির্বাচনও হবে।’

আর কোনো সংলাপ হবে না জানিয়ে আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, ‘২০১৪ সালের নির্বাচনের সময় প্রধানমন্ত্রী তাদরকে ডেকেছিলেন, তারা আসেনি। প্রধানমন্ত্রী তাদের পাঁচটা মন্ত্রণালয় দিতে চেয়েছিলেন। নির্বাচন কমিশন পুনর্গঠন করবেন বলেছিলেন। তারপরও বিএনপি আসেনি৷ এখন সংলাপ সংলাপ করে। এখন আর সংলাপের কোনো সম্ভাবনা নেই।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘২০১৩ সালের সিটি করপোরেশন নির্বাচনে পাঁচটিতে জিতেও বিএনপি জাতীয় সংসদ নির্বাচন করেনি। তার খেসারত তাদের এখনও দিতে হচ্ছে। এবার যদি নির্বাচন না করে সেই খেসারত আরও বেশি দিতে হবে। কারণ বিএনপি নামক দলটার আর অস্তিত্ব থাকবে না।’

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেনের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাহালুল মোল্লা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব ও এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ালীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলামসহ সদর উপজেলার ১৩টি ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৩আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :