ফরিদপুরের সঙ্গে রাজধানীর পরিবহন যোগাযোগ বন্ধ

প্রকাশ | ০৩ আগস্ট ২০১৮, ১৬:৪৬

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে গাড়ি ভাঙচুরের ঘটনায় দ্বিতীয় দিনের মতো ফরিদপুর থেকে ঢাকার পথে বাস চলাচল বন্ধ রেখেছে মালিক সমিতি ও শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে মাঝে মধ্যে দু-একটি বাস ঢাকামুখী ছেড়ে যাচ্ছে। 

শুক্রবার সরেজমিনে দেখা গেছে, ফরিদপুর পৌরবাস টার্মিনালে দীর্ঘক্ষণ অপেক্ষা করে বাস না পেয়ে বাড়ি ফিরেছেন অনেকেই। কেউ কেউ বিকল্প পথে গন্তব্যে রওনা দিয়েছেন। কাউকে আবার বাস ছাড়ার আশায় অপেক্ষা করতে দেখা গেছে।

যাত্রীরা বলছেন, সকাল থেকে বাস স্ট্যান্ডে এসে দুপুর পর্যন্ত অপেক্ষা করেছেন ঢাকা যাওয়ার কোনো উপায় পাওয়া যায় কিনা।

বোয়ালমারী থেকে আসা ঢাকা গামী রহমত আলী নামের এক যাত্রী ঢাকাটাইমসকে বলেন, বহু প্রতীক্ষিত একটি চাকরিতে যোগদানের জন্য ঢাকা যাবো বলে ফরিদপুর এসেছি, চার ঘণ্টা পেরিয়ে গেলো, কোনো বাস পাইনি। কি ভাবে ঢাকায় যাবো বুঝতে পারছি না। রহমতের মতো আরো অনেকেই ফরিদপুর পৌরবাস স্ট্যান্ডে এসেছে, বাস না পেয়ে কেউ বাড়িতে ফেরত যাচ্ছেন, কেউবা আবার বিকল্প পথে ঢাকা দিকে রওনা দিচ্ছেন।

এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে ফরিদপুর শ্রমিক ইউনিয়নের নেতারা বলছেন, নিরাপত্তার কারণেই আমরা বাস ছাড়ছি না। অচলাবস্থা কেটে গেলে বাস ছাড়া হবে।

ঢাকাটাইমস/০৩আগস্ট/প্রতিনিধি/ইএস