পরিবহন ধর্মঘটে অচল চুয়াডাঙ্গা

প্রকাশ | ০৪ আগস্ট ২০১৮, ১১:৫৬

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস

চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার পরিবহনে ঝিনাইদহে বাধার মুখে পড়ার প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট তৃতীয় দিনের মতো চলছে।

গত বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় ধর্মঘট এখন অবধি চলছে। ধর্মঘটের তৃতীয় দিন শনিবারও দূরপাল্লাসহ জেলার অভ্যন্তরীণ রুটে কোনো ধরনের যাত্রীবাহী যানবাহন ছেড়ে যায়নি।

এদিকে টানা ধর্মঘটের কারণে দূরপাল্লাসহ অভন্ত্যরীণ রুটে বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মালিক শ্রমিক ঐক্য পরিষদ নেতা এ নাসির জোয়ার্দ্দার জানান, সম্প্রতি চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বিভিন্ন কোচ ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নেতাকর্মীরা স্বাভাবিক চলাচলে বাধা দিয়ে আসছে। এরই প্রতিবাদে তাদের এ আন্দোলন। তবে দ্রুত সমস্যার সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।

ঢাকাটাইমস/৪আগস্ট/প্রতিনিধি/এমআর