কুমিল্লায় ট্রাকচাপায় স্কুলছাত্রীর মৃত্যু: শিক্ষার্থীদের সড়ক অবরোধ

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ আগস্ট ২০১৮, ১৭:২৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় ট্রাকচাপায় এক স্কুলছাত্রী নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে চালকের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা ও মুরাদনগর উপজেলার সীমান্তবর্তী গোমতা এলাকায় সড়ক অবরোধ করে তারা। এ সময় বিভিন্ন পরিবহনের লাইসেন্সও পরীক্ষা করে শিক্ষার্থীরা।

নিহত স্কুল ছাত্রী গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

কুমিল্লা হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) মনিরুল ইসলাম জানান, গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ আশপাশের আরও একাধিক শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমাদেরকে বলেছে নিরাপদ সড়কের দাবিতে মানবন্ধন করবে। পরবর্তীতে শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে পরিবহনের লাইসেন্স পরীক্ষা ও বিক্ষোভ করে। আমরা ঘটনাস্থলে আছি।

ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন্সপেক্টর দুপুর ১২টায় প্রতিবেদককে জানান, সড়কে তাদের অবরোধ এখনো অব্যাহত রয়েছে।

গত মঙ্গলবার (৩১ জুলাই) দুপুর দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা ও মুরাদনগর উপজেলার সীমান্তবর্তী গোমতা বালুবাহী ট্রাকের চাপায় ইসহাকিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নিহত হয়। এ সময় আরও দুই জন আহত হয়।

ঢাকাটাইমস/০৪আগস্ট/প্রতিনিধি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :