‘নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধু পরিবারের ঋণ শোধ করতে হবে’

প্রকাশ | ০৪ আগস্ট ২০১৮, ১৭:৪১

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস

আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধু পরিবারের ঋণ শোধ করা আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বপরিবারে জীবন দিয়ে বঙ্গবন্ধুর কাছে দেশের মানুষের যে ঋণ, তা শোধ করার সময় এসেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জাতিকে সে ঋণ শোধ করতে হবে।

শনিবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির দেয়া বক্তব্য শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, যে সরকার দেশের মানুষ এবং সবার পরিবারকে বাঁচিয়ে রেখেছে, ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করার সুযোগ করে দিয়েছে। সেই সরকারের প্রতি সবার সমর্থন থাকতে হবে। আর তা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেয়ার মাধ্যমে দেশবাসীকে তা প্রমাণ করতে হবে।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাহার আলীর সভাপতিত্বে জেলা প্রশাসক হামিদুল হক, পুলিশ সুপার জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ভাতাভোগীরা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/০৪আগস্ট/প্রতিনিধি/ইএস