‘যৌন নিপীড়ক’ শিক্ষকের স্থায়ী বহিষ্কার দাবি আবারও বিক্ষোভ

জাককানইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ আগস্ট ২০১৮, ১৮:০৭

যৌন নিপীড়নের দায়ে সাময়িক বরখাস্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ রুহুল আমিনের স্থায়ী বহিষ্কারের দাবিতে শনিবার (৪ আগস্ট) আবারও বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়। এসময় শিক্ষার্থীদের হাতে ‘রুহুল আমিন চরিত্রহীন, শিক্ষক চাই শালীন’, যৌন নিপীড়কের জায়গা কোন বিশ্ববিদ্যালয়ে হতে পারে না’, জাককানইবির সুরক্ষায়, রুহুল আমিনের বহিষ্কার চাই’ ইত্যাদি স্লোগান সংবলিত পোস্টার লক্ষ্য করা গেছে। যাতে শিক্ষার্থীরা তাদের ক্ষোভ প্রকাশ করেন এবং সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা রুহুল আমিনের ব্যক্তিগত কক্ষের নামফলকে নামে স্থানে স্থায়ী বহিষ্কার লেখা সংবলিত কাগজ লাগিয়ে দিয়েছে।

গত ১৭ জুলাই সহকারী অধ্যাপক মুহাম্মদ রুহুল আমিনের বিরুদ্ধে একই বিভাগের তিন শিক্ষিকাকে যৌন নিপিড়নের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর স্থায়ী বহিষ্কারের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। সেখানে নারী শিক্ষার্থীদের সাথেও যৌন নিপীড়নের অভিযোগ তোলেন একই বিভাগের নারী শিক্ষার্থীরা।

শনিবার তদন্ত কমিটির প্রতিনিধিরা তদন্তের জন্যে বিশ্ববিদ্যালয়ে আসার কথা রয়েছে।

(ঢাকাটাইমস/৪আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :