ঢাকা-আরিচা মহাসড়কে শিক্ষার্থীদের লাইসেন্স পরীক্ষা

গণবিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ১৯:১৮ | প্রকাশিত : ০৪ আগস্ট ২০১৮, ১৮:৪৯

ঢাকার সাভারের গণবিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নিরাপদ সড়ক ও রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ১২ দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে লাইসেন্স পরীক্ষা করেছে।

শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে ক্যাম্পাসের বাদামতলায় মানববন্ধন করে। মানববন্ধনে শিক্ষার্থীরা হাতে বিভিন্ন প্লেকার্ড নিয়ে নৌমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানান।

পরে ঢাকা-আরিচা মহাসড়কের বাইশমাইলে গণবিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান নিয়ে বৃষ্টি উপেক্ষা করে টানা ৩ ঘণ্টা চালকদের লাইসেন্স পরীক্ষা করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের দেড় শতাধিক শিক্ষার্থীদের সঙ্গে মির্জা গোলাম হাফিজ কলেজের শিক্ষার্থীরা যোগ দেন। পরে দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে দেন।

সেখানে পুলিশ অবস্থান নিলেও শিক্ষার্থীদের তাঁরা বাধা দিচ্ছেন না। তবে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ এ আন্দোলনে হুমকি দেয়ার অভিযোগ করেছেন একাধিক শিক্ষার্থী।

মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল চতুর্থ বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসী সোমা বলেন, নিরাপদ সড়কের দাবিতে আজ আমরা রাস্তায় নেমেছি। এটা আমাদের নিরাপদে ঘরে ফেরার জন্য সংগ্রাম, নিরাপদ সড়কের জন্য সংগ্রাম।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, শিক্ষার্থীদের লাইসেন্স যাচাইয়ের কারণে সড়কের যান চলাচলও কিছুটা ব্যাহত হচ্ছে। আমরা তাদের বাধা না দিয়ে বুঝিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি।

(ঢাকাটাইমস/৪আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :