‘শিক্ষার্থীদের আন্দোলনের ঝাঁকুনিতে সরকার সচেতন হয়েছে’

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ আগস্ট ২০১৮, ১৯:১৮

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি যৌক্তিক এবং তাদের আন্দোলনের ঝাঁকুনিতে সরকার সচেতন হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শনিবার দুপুরে গাজীপুরের মৌচাকে চেক বিতরণের একটি অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীরা যে আন্দোলন করছে তা যৌক্তিক ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের দাবি মেনে নিয়েছেন। তাই ছাত্র এবং অভিভাবকদের কাছে আমাদের আহ্বান থাকবে, তারা যেন লেখাপড়ায় মনোযোগী হয়। তাদের আন্দোলনের ঝাঁকুনিতে সরকার সচেতন হয়েছে। গাড়ি চলাচলের ব্যাপারে তারা যে প্রস্তাব ও মতামত রেখেছে সেগুলো বাস্তবায়নে সরকার অত্যন্ত যত্নশীল। এগুলো দ্রুত বাস্তবায়নে পদক্ষেপ নিচ্ছি।’

স্থানীয় মৌচাক ইউপি চেয়ারম্যান লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম মোকশেদ আলম। অনুষ্ঠানে ৩৫টি মসজিদে ১৫ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/০৪আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :