যাদুকাটা নদীতে ডুবে জবি ছাত্রের মৃত্যু

প্রকাশ | ০৪ আগস্ট ২০১৮, ১৯:২০ | আপডেট: ০৪ আগস্ট ২০১৮, ১৯:৪০

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

তাহিরপুরের যাদুকাটা নদীতে সাঁতার কাটতে গিয়ে জগন্নাথ বিশ^বিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম জাহিদ হাসান মৃদুল (২৫)।

শনিবার বিকাল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটেছে। নিহত মৃদুল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেরি বিভাগের ছাত্র এবং ঢাকাস্থ সাভারের বাসিন্দা।

তার সফর সঙ্গী ও জগন্নাাথ বিশ্ব বিদ্যালয়ের ইংরেজি বিভাগের ক্লাসমেইট তানভীর ও রাব্বী জানান, তারা ঢাকা থেকে ১২ জনের সবাই পরিচিত একটি গ্রুপ টাঙ্গুয়া হাওর ভ্রমণে আসেন। টাঙ্গুয়া হাওর ভ্রমণ শেষে ফেরার পথে জাহিদ হাসান মৃদুল, তানভীর ও রাব্বী এক সাথে যাদুকাটা নদীতে সাঁতার কাটতে নামেন। সাঁতার কেটে তানবীর ও রাব্বী তীরে উঠতে পারলেও জাহিদ হাসান মৃদুল পানিতে তলিয়ে যান। কিছুক্ষণ পর জাহিদ হাসান মৃদুলের লাশ পানিতে ভেসে উঠে।

ঘটনাস্থলে থাকা তাহিরপুর থানার এসআই আমির উদ্দিন জানান, পর্যটক জাহিদ হাসান মৃদুলের লাশ উদ্ধার করে তাহিরপুর থানায় রওয়ানা হয়েছি। নিহতের স্বজনদের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ঢাকাটাইমস/০৪আগস্ট/প্রতিনিধি/ ইএস