নিরাপদ সড়কের দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের সভা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
 | প্রকাশিত : ০৪ আগস্ট ২০১৮, ২০:৩৭

মির্জাপুরে নিরাপদ সড়কের দাবিতে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে শিক্ষার্থীরা এক আলোচনা সভা করেছে।

শনিবার দুপুরে কুমুদিনী ক্যাম্পসের ডা. বিষ্ণুপদ পতি মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বক্তৃতা করেন, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হালিম, সাবেক অধ্যক্ষ এম এ জলিল, ডা. মহসীন, ডা. শাহনেওয়াজ, ডা. রাজি উদ্দিন, ডা. মর্জিনা বেগম, ডা. শামসুন্নাহার।

কলেজের ছাত্রী মিত্রা পাল, সুমাইয়া পারভীন, নুশরাত জাহান তানিম, জাকিয়া সুলতানা এ্যানি প্রমুখ নিরাপদ সড়কের দাবিতে বক্তৃতা করেন।

গাড়ি ভাঙচুর, গাড়ি পোড়ানো, গাড়ি চালানো বন্ধ নয়, নিরাপদ সড়কের দাবিতে ছাত্র ও শিক্ষকরা আন্দোলন করে যাচ্ছে। কত দুর্ঘটনা ঘটলে আমরা নিরাপদ সড়ক পাব এমন প্রশ্ন রাখেন বক্তৃতায়।

কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম বলেন, আমরা চিকিৎসা প্রদানের পাশাপাশি নিরাপদে সড়কে চলাচলের জন্য কুমুদিনী হাসপাতালে আসা রোগী, অভিভাবক ও ভারতেশ্বরী হোমসের ছাত্রী এবং অভিভাবকদের সচেতন করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করতে পারি। তাছাড়া মেডিকেল কলেজের ছাত্রীদের দিয়ে সচেতনতা নামে পরামর্শকমূলক ফেসবুক পেইজ তৈরি করে মানুষকে নিরাপদে সড়কে চলাচল করতে সচেতন করা হবে বলে তিনি জানান।

সড়ক ও বিমান দুর্ঘটনায় নিহত দুই ছাত্রীর স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

(ঢাকাটাইমস/৪আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :