প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ীর মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ আগস্ট ২০১৮, ২১:০২

নেত্রকোণার কেন্দুয়ায় প্রতি পক্ষের হামলায় খায়রুল ইসলাম নামে আহত এক ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

খায়রুল ইসলাম উপজেলার কাউরাট- কোণাপাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে। কাউরাট-কোণাপাড়া গ্রামের বাজারে খায়রুল ইসলাম একটি মুদি দোকান চালাতেন।

শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে তিনি মারা যান বলে জানিয়েছেন, কেন্দুয়া থানা পরিদর্শক (তদন্ত) স্বপন চন্দ্র সরকার।

তিনি জানান, উপজেলার কোনাপাড়া গ্রামের খায়রুল ইসলামরে সাথে একই গ্রামে ফারুখ মিয়াদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার জমির আল নিয়ে ঝগড়া হয়। পরে শনিবার সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় বাজারে খায়রুলের দোকান ঘরে অর্তকিত হামলা চালায় প্রতিপক্ষের ফারুখ ও তার লোকজন। এতে খায়রুল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৬টার দিকে মারা যান খায়রুল ইসলাম।

পরিদর্শক আরো জানান, ঘটনার পর পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হত্যায় জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে। থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পরিদর্শক।

(ঢাকাটাইমস/৪আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :