ব্যাট করছে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ আগস্ট ২০১৮, ০৬:২৫ | প্রকাশিত : ০৫ আগস্ট ২০১৮, ০৬:০৬

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। ফ্লোরিডার লডারহিলের সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল ছয়টায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১.৪ ওভারে এক উইকেটে ৮ রান।

সিরিজের প্রথম ম্যাচে সাত উইকেটে হেরেছিল বাংলাদেশ। সুতরাং, সিরিজ বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই। আজকের ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের বদলে একাদশে ঢুকেছেন পেসার আবু হায়দার রনি। একাদশে মোট তিনজন পেসার রাখা হয়েছে। তারা হলেন মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও আবু হায়দার রনি। স্পেশাল স্পিনার হিসাবে একাদশে আছেন নাজমুল ইসলাম অপু।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, আবু হায়দার রনি, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: আন্দ্রে ফ্লেচার, এভিন লিউইস, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, রভম্যান পাওয়েল, দিনেশ রামদিন (উইকেটরক্ষক), কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), অ্যাশলে নার্স, স্যামুয়েল বাদরি, কিমো পল, কেজরিক উইলিয়ামস।

(ঢাকাটাইমস/৫ আগস্ট/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :