ফ্লোরিডায় এক টুকরো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ আগস্ট ২০১৮, ০৭:৫১ | প্রকাশিত : ০৫ আগস্ট ২০১৮, ০৭:২০

ক্রিকেট নিয়ে বাংলার মানুষের উন্মাদনা অনেক আগে থেকেই। ঘরের মাঠে খেলা হলে সাকিব-তামিমদের বড় সঙ্গী মাঠভরা দর্শক। এবার সূদর আমেরিকাতেও এমনই একটি পরিবেশের দেখো পেল টাইগার শিবির। বাংলাদেশের ম্যাচ দেখার উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে প্রবাসি বাঙালীরা এসে একত্রিত হয়েছে ফ্লোরিডায়। প্রথমবার টাইগারদের খেলা দেখতে লডারহিলের সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডটি যেন হয়ে উঠেছে একটু বাংলাদেশ। সকল প্রবাসি বাংলাদেশিদের মিলনমেলা বসেছে গোটা স্টেডিয়ামে জুড়ে।

যুক্ত রাষ্ট্রে প্রথমবার খেলছে বাংলাদেশ। টাইগার শিবির ফ্লোরিডায় পা রাখার পর থেকেই প্রবাসীদের উৎসাহ-উদ্দীপনা কমতি ছিলো না। দেশের বাইরে ‘সাত সমুদ্র তেরো নদীর ওপারে’ খেলতে এসেও প্রবাসি বাঙালিদের অকুণ্ঠ সমর্থন-দল চাঙ্গার একটা রসেই হতে পারে সাকিব তামিদের জন্য।

রবিবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় শুরু হয়েছে বাংলাদেশ বনাম ওয়েস্ট উইন্ডিজের মধ্যেকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ক্যারিবিয়ানদের ১৭২ রানের টার্গেট দিল বাংলাদেশ। ম্যাচটি যদিও সাকিব-মোস্তাফিজদের জন্য কঠিন পরীক্ষা। সিরিজের প্রথম ম্যাচে সাত উইকেটে হেরেছিল বাংলাদেশ। সুতরাং, সিরিজ বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই। তারপরও প্রবাসি বাঙালীদের সমর্থনে সাহস পাচ্ছে টাইগাররা। শেষ পর্যন্ত সাকিব আল হাসানের বাংলাদেশ প্রবাসি বাঙালীদের মুখে হাসি ফোটাতে পারে কিনা তাই এখন দেখার অপেক্ষা।

(ঢাকাটাইমস/৫জুলাই/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :