চাঁপাইনবাবগঞ্জে দুই শিশু হত্যায় একজনের ফাঁসি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ আগস্ট ২০১৮, ১৬:৫৮

চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর মালিহা ও সুমাইয়া নামে দুই শিশুকে হত্যা মামলায় লাকি বেগমকে ফাঁসি দিয়েছে আদালত। এ মামলায় অপরজনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা ও জজ আদালতের বিচারক মো. শওকত আলী আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- চাপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি ফতেপুর মহল্লার মো. ইব্রাহিম আলীর স্ত্রী লাকি বেগম এবং অপর আসামি আঙ্গারিয়াপাড়া মহল্লার মো. রফিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান।

চাঁপাইনবাবগঞ্জ জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি ফতেপুর মহল্লার আব্দুল মালেকের স্কুল পড়ুয়া মেয়ে মালিহা ও মিলন রানার মেয়ে সুমাইয়া আক্তার মেঘলা ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি সকালে স্কুল শেষে বাড়ির সামনে খেলাধুলা করার সময় নিখোঁজ হয়। নিখোঁজের সময় তাদের দু’জনের গলায় সোনার চেন ও কানের দুল ছিল। পরে তাদের খোঁজাখুঁজি করে না পেলে চাঁপাইনবাবগঞ্জ থানায় জিডি করেন তাদের পরিবার। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির দুই দিন পর একই এলাকার লাকী বেগমের শোয়ার ঘরের খাটের নিচে বস্তাবন্দি মালিহা ও সুমাইয়ার মৃতদেহের খোঁজ পান তারা। পরে পুলিশ এসে তাদের মৃতদেহ উদ্ধার করে।

এ ঘটনায় স্বর্ণালঙ্কারের লোভেই দুই শিশু গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন আসামি লাকি বেগম। আর ছিনিয়ে নেয়া স্বর্ণ পাশের জুয়েলার্স মিজানুর রহমান পলাশের কাছে বিক্রি করেন।

পরে গত ৩০ এপ্রিল ২০১৭ সালে আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) চৌধুরী জোবায়ের আহম্মেদ।

সাক্ষ্য প্রমাণাদি শেষে আজ দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা ও জজ আদালতের বিচারক এ দণ্ডাদেশ দেন।

সরকারি পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা এবং আসামি পক্ষে ছিলেন সাদরুল আমীন।

(ঢাকাটাইমস/৫জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :