অবৈধ মোটরযান অভিযানে পুলিশকে শিক্ষার্থীদের সহযোগিতা

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ আগস্ট ২০১৮, ১৮:০২

নিরাপদ সড়কের দাবিতে ঢাকাসহ সারাদেশে আন্দোলন করছে শিক্ষার্থীরা। কোথাও কোথাও পুলিশের সাথে বাকবিতণ্ডা হলেও ব্যতিক্রম ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গায়। এ জেলায় নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষার্থীরা পুলিশের সাথে একযোগে কাজ শুরু করেছে।

রবিবার তারা জেলা শহরের শহীদ হাসান চত্বরে অবস্থান নিয়ে পুলিশের সাথে অবৈধ মোটরযান অভিযানে মাঠে নামে।

রবিবার ছিল ট্রাফিক সপ্তাহ। অনেকটা জমকালোভাবেই জেলা পুলিশ শোভাযাত্রা আলোচনা সভার মাধ্যমে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন।

দুপুরে অনুষ্ঠান শেষে ট্রাফিক পুলিশের সদস্যরা শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে অবৈধ যান আটকে অভিযান শুরু করে। সেই অভিযানে অংশ নেয় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরাও। তারা বিভিন্নভাবে বিভক্ত হয়ে পুলিশকে সহযোগিতা করে। শহরের শহীদ হাসান চত্বরে গিয়ে যায় শিক্ষার্থীরা সড়কের বিভিন্ন প্রান্তে অবস্থান নিয়ে বিভিন্ন যানবাহন আটক করে কাগজপত্র দেখছে। কেউ কাগজ দেখাতে ব্যর্থ হলে ট্রাফিক পুলিশ তাদেরকে মামলা দিচ্ছে।

চুয়াডাঙ্গা ছাত্র আন্দোলনের মুখপাত্র জান্নাতুল নাঈমা জানায়, নিরাপদ সড়কের দাবিতে তাদের আন্দোলন অহিংস। তারা সব ইতিবাচক কাজে পুলিশকে সহযোগিতা করতে চায়। চুয়াডাঙ্গাতে নিরাপদ সড়ক গড়ে তুলতে তারা পুলিশের পাশে থাকবে।

চুয়াডাঙ্গার ট্রাফিকের উপ-পরিদর্শক (সার্জেন্ট) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে তারা খুব আনন্দিত। এভাবে তারা সহযোগিতা করলে দ্রুতই চুয়াডাঙ্গাতে নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, সারাদেশে যখন এক চিত্র। ঠিক তখনই চুয়াডাঙ্গার অন্য চিত্র অবশ্যই শিক্ষার্থীদের ইতিবাচক দিক। এভাবেই সব ভাল কাজে পাশে থাকবে। তবে এই অভিযান শেষে তাদেরকে ঘরে ফিরে যাবারও আহ্বান জানান পুলিশ সুপার।

(ঢাকাটাইমস/৫আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :