চুয়াডাঙ্গায় পরিবহন ধর্মঘট চলছেই

প্রকাশ | ০৬ আগস্ট ২০১৮, ১২:৫০

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস

চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচলে ঝিনাইদহে বাধা দেয়ার প্রতিবাদে চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। গত ২ আগস্ট থেকে এ পরিবহন ধর্মঘটের ডাক দেয় চুয়াডাঙ্গা জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সোমবার পঞ্চম দিনের মতো এ ধর্মঘট চলছে।

টানা পাঁচদিন দূরপাল্লাসহ জেলার অভ্যন্তরীণ রুটে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। প্রয়োজনীয় কাজে গন্তব্যে পৌঁছাতে পারছেন না তারা।

জেলা শ্রমিক নেতা রিপন মণ্ডল জানান, সম্প্রতি ঝিনাইদহ বাস মিনিবাস মালিক সমিতির নেতাকর্মীরা চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া বাস চলাচলে বাধা দিয়ে আসছেন। এরই প্রতিবাদে তাদের এই ধর্মঘট।

এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তারা এই ধর্মঘট চালিয়ে যাবেন।

(ঢাকাটাইমস/০৬আগস্ট/প্রতিনিধি/ওআর)