কয়লা গায়েবের ঘটনা তদন্তে বড়পুকুরিয়ায় দুদক দল

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
 | প্রকাশিত : ০৬ আগস্ট ২০১৮, ১৬:০৭

দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনিতে কয়লা গায়েব হওয়ার ঘটনা তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, দুদকের পরিচালক (এডমিন) কাজী শফিকুল আলম।

পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, সরেজমিনে তদন্ত দল এসেছেন। খুব দ্রুততার সাথে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে। এখন যাচাই বাছাই চলছে। কয়লা খনির প্রতিটি সেক্টরে গিয়েছি এবং সবার সাথে গভীরভাবে কথা বলা হচ্ছে।

তিনি আরও বলেন, দুর্নীতি আছে তাই মামলা হয়েছে। যারা মামলায় আসামি তাদের বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

দুদকের তদন্ত দলের সাথে আরও রয়েছেন, দুদকের উপ-পরিচালক সামসুল আলম। তারা আরও দুই একদিন কয়লা খনিতে অবস্থান করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লা খনিতে ১ লাখ ৪৪ হাজার মেট্রিক টন কয়লা গায়েব হয়ে যায়। এ ঘটনায় ঘটনার বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ আনিছুর রহমান বাদী হয়ে গত ২৪ জুলাই মঙ্গলবার রাতে পার্বতীপুর থানায় একটি মামলা দায়ের করেন।

এই মামলায় খনির সদ্য অপসারিত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিব উদ্দীন আহম্মদ, কোম্পানি সচিব আবুল কাশেম প্রধানিয়াসহ ১৯ কর্মকর্তাকে আসামি করা হয়। অপরদিকে মামলার নথি দুর্নীতি দমন কমিশন দিনাজপুর আঞ্চলিক শাখা থেকে কেন্দ্রীয় দুদকের কর্যালয়ে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/০৬আগস্ট/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :