ইস্টওয়েস্ট শিক্ষার্থীদের নিরাপদে বাসে তুলে দিলেন ভিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ১৭:৫৯ | প্রকাশিত : ০৬ আগস্ট ২০১৮, ১৭:২২

পুলিশ ও বহিরাগতদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় কয়েক ঘণ্টা ক্যাম্পাসে অবরুদ্ধ থাকা শিক্ষার্থীদের নিরাপদে বের করে বাসে তুলে দিয়েছেন ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার‌্য ড. ফরাস উদ্দিন।

এ সময় তাদের নিরাপত্তা দিতে বিপুলসংখ্যক পুলিশ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকেন।

সোমবার বিকাল সাড়ে চারটার দিকে আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে বের করে এনে প্রগতি সরণিতে বাসে তুলে দেয়া হয়।

শিক্ষার্থীদের বাসে তুলে দেয়ার সময় সাংবাদিকদের বিশ্ববিদ্যালয়ের উপাচার‌্য ড. ফরাস উদ্দিন বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা প্রথমে কোনো বিশৃঙ্খলা করেনি। শিক্ষার্থীরা তাদের পরীক্ষা থাকায় ক্যাম্পাসে এসেছে। কিন্তু বহিরাগতরা ঝামেলা করায় শিক্ষার্থীরা প্রতি-উত্তর দিতে গেলে সংঘর্ষ হয়।’

তখন পাশে একজন বহিরাগত উপাচার‌্যকে উদ্দেশ করে বলেন, ‘স্যার, আপনাদের এখানে শিবির ঢুকেছে।’

এ বিষয়ে জানতে চাইলে উপাচার‌্য তা নাকচ করে দেন। বলেন, ‘আমাদের ক্যাম্পাসের ভেতরে কোনো শিবির নাই। আজকে কেউ ঢোকেওনি। আর যারা বলতেছে সে-ই ভালো জানে।’

উপাচার‌্য বলেন, ‘এখন আমাদের শিক্ষার্থীরা সবাই শান্ত। এদের কাছে কোনো কিছু নেই। তারা বাসায় যাবে।’

পাশে দাঁড়ানো একজন শিক্ষার্থী সাংবাদিকদের বলেন, ‘আজকে পরীক্ষা ছিল তাই আমরা এসেছি। আমাদের ওপর হঠাৎ করে বহিরাগতরা হামলা করেছে। পরে সংঘর্ষ হয়েছে। তারা ভেতরে ঢুকে আমাদের ক্যাম্পাসে ভাঙচুর করেছে।’

বহিরাগতরাই পরিস্থিতি তৈরির মূল হোতা বলে নিশ্চিত করেন বাড্ডা জোনের এডিসি আহমেদ হুমায়ুনও। তিনি বলেন, ‘বহিরাগতরা এসে পরিস্থিতি অস্থিতিশীল করেছে। শিক্ষার্থীদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা শান্তিপূর্ণভাবে চলে যেতে চাইলে আমরা সেই ব্যবস্থা করে দিচ্ছি।’

নিরাপদ সড়কের দাবিতে আজ সোমবার ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে প্রগতি সরনির দিকে এগিয়ে এলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় মেরুল বাড্ডার দিক থেকে একদল যুবক লাঠি নিয়ে তাদের ধাওয়া দিলে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়।

একপর্যায়ে পুলিশের পাশাপাশি র‌্যাব ও এপিবিএন সদস্যরাও সেখানে অবস্থান নেন। শিক্ষার্থীদের চলে যেতে বলা হলে তারা তা না করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে টায়ার জ্বালান।

পরে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়লে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে চলে যায়। এ সময় লাঠি হাতে যুবকরা বিশ্ববিদ্যালযের দিকে ঢিল ছুড়তে থাকে। বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকেও ঢিল ছুড়ে জবাব দেয়া হয়।

(ঢাকাটাইমস/৬আগস্ট/বিইউ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :