কোম্পানীগঞ্জে গাড়ির ধাক্কায় তিন পুলিশ আহত

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ আগস্ট ২০১৮, ১৮:১৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাফিক সপ্তাহ উপলক্ষে গাড়ির কাগজপত্র চেক করার সময় সিএনজি অটোরিকশার ধাক্কায় দুই ট্রাফিক পুলিশ আহত হয়েছেন। ঘটনায় অভিযুক্ত চালককে আটক করা হয়েছে।

সোমবার সকালে বসুরহাট পৌরসভা নিত্যনন্দ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হচ্ছেন, ট্রাফিক পরিদর্শক মোশারফ হোসেন, কনস্টেবল সফি উল্যাহ ও মো. সাদ্দাম হোসেন। আটককৃত চালক মন্নান (২৫) সুবর্ণচর উপজেলার ওবায়দুল হকের ছেলে।

বসুরহাট বাজারের নিত্যানন্দ মোড়ে গাড়ির কাগজপত্র চেক করার সময় দুই পুলিশ কনস্টেবল একটি সিএনজিকে থামার জন্য সংকেত দেন। এ সময় সিএনজিটি না থামিয়ে পুলিশকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন সিএনজিসহ চালককে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, চালকের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে থানায় একটি মামলা করেছে। আহত দুই পুলিশ কনস্টেবলকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

(ঢাকাটাইমস/৬আগস্ট/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :