চট্টগ্রামে ‘মানববন্ধনে জড়ো হওয়া’ ছয় যুবক আটক

প্রকাশ | ০৬ আগস্ট ২০১৮, ১৯:০৯

চট্টগ্রাম ব্যুরো প্রধান, ঢাকাটাইমস

চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করতে জড়ো হওয়া ছয় যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। তবে পুলিশের দাবি তারা নাশকতার জন্য জড়ো হয়েছিলেন।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।

তাৎক্ষণিক তাদের নামপরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাধারণ ছাত্রের ব্যানারে সোয়া ১২ টার দিকে প্রেসক্লাবের সামনে মানববন্ধনে জড়ো হয় একদল যুবক।

সেখানে আগে থেকে অবস্থান নেয়া ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাদের মানববন্ধনে বাধা দেয়। তাদের নিয়ে টানাহ্যাচড়ার একপর্যায়ে ৬ জনকে পুলিশের হাতে তুলে দেয়।

তবে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন বলছেন, মানবন্ধন নয়, নাশকতা করতে জড়ো হয়েছিল তারা। এমন তথ্যে ৬ জনকে আটক করা হয়েছে।

যাচাইবাছাই করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।

ঢাকাটাইমস/০৬আগস্ট/প্রতিনিধি/ইএস