সৈয়দপুর আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ আগস্ট ২০১৮, ১৯:৫৫

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে নীলফামারীর সৈয়দপুরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাউস্ট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার (৬ আগস্ট) দুপুরে এই ঘোষণা দেয়া হয়। শিক্ষার্থীদের রাত ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

জানা যায়, নিরাপদ সড়কের দাবিতে দেশব্যাপী স্কুল ও কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সৈয়দপুরের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছে বাউস্ট এর শিক্ষার্থীরা। গত ৪ আগস্ট সৈয়দপুর শহরে বিক্ষোভ প্রদর্শন, মানববন্ধন ও সড়ক অবরোধ করে বাউস্টসহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রবিবার থেকে (বাউস্ট) এর প্রধান গেটের সামনে সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এর ফলে ওই রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ছাত্রী জানায়, ছাত্র-ছাত্রীদের আন্দোলনে অংশ নিতে বিরত রাখার জন্য সোমবার (৬ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের হলগুলোর গেটে তালা দেয়া হয়। এতে ছাত্ররা কোনো রকমে বের হতে পারলেও মেয়েরা অবরুদ্ধ হয়ে পড়ে। হল থেকেই বিভিন্ন শ্লোগান দিয়ে আন্দোলনের সাথে একাত্মতা বজায় রাখার চেষ্টা করে তারা। এর ফলে রাস্তার আন্দোলন হলগুলোতেও ছড়িয়ে পড়ে। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের রাত ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় এলাকায় গেলে কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, গতকাল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।

এ ব্যাপারে বাউস্ট এর ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. লুৎফর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঢাকাটাইমসকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন। রাত ১০ টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান।

(ঢাকাটাইমস/০৬আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :