রাঙামাটিতে কৃত্তিকা ত্রিপুরার হত্যাকারীদের বিচার দাবি

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ আগস্ট ২০১৮, ২০:৩৪

খাগড়াছড়ির দিঘীনালার ১১ বছরের শিশু কৃত্তিকা ত্রিপুরার হত্যাকারীদের বিচারসহ সর্বোচ্চ শাস্তি, পাহাড় সমতলে নিরাপদ জনপদ ও সড়কের দাবিতে রাঙামাটিতে মৌন প্রতিবাদ ও প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন।

সোমবার বিকাল সাড়ে ৫টা থেকে ৬টা পর্যন্ত এই মৌন প্রতিবাদ ও প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচিতে রাঙামাটির সুশীল সমাজসহ বিভিন্ন পেশাজীবী মানুষ অংশগ্রহণ করেন।

গত ২৮ জুলাই স্কুলের বিরতির সময় খাবার খেতে বাড়িতে আসে কৃত্তিকা। এরপর সে নিখোঁজ হয়। পরে সেদিন রাতে নিজ বাড়ির নিচের জঙ্গলে কৃত্তিকার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় দিঘীনালা থানায় একটি হত্যা মামলা করা হয়। এ মামলায় পুলিশ মনির হোসেন, মো শাহ আলম (৩৩) মো নজরুল ওরফে ভান্ডারী (৩২) এবং মো. মনির হোসেন (৩৮) সহ চারজনকে আটক করা হয়।

(ঢাকাটাইমস/০৬আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :