ঈদে মিতালীর ‘আমার মরণ হলে’

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ আগস্ট ২০১৮, ১২:৫৬

জন্ম বাংলাদেশের ময়মনসিংহ জেলায় হলেও ভারতীয় শিল্পী হিসেবেই পরিচিত মিতালী মুখার্জী। বর্তমানে স্বামী গজল গায়ক ভুপিন্দর সিংয়ের সঙ্গে মুম্বাইতে থাকেন। তবে তিনি শুধু ভারতেই নন, বাংলাদেশেও তুমুল জনপ্রিয় ও সুপরিচিত। বাংলা চলচ্চিত্রের অনেক জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন মিতালী। এদেশের বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠানে বিচারকের দায়িত্বও পালন করেছেন।

আসন্ন কোরবানীর ঈদে প্রকাশিত হচ্ছে মিতালীর ‘আমার মরণ হলে’ শিরোনামের একটি গান। আহমেদ রিজভীর কথায় যেটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন বাংলাদেশের কিংবদন্তী সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দীন আলী। যদিও এই গানটিতে আড়াই বছর আগে কণ্ঠ দিয়েছিলেন মিতালী। আসছে ঈদে গানটি অডিও আকারে প্রকাশিত হচ্ছে।

গানটি প্রকাশের খবরে উচ্ছ্বসিত মিতালী মুখার্জী বলেন, ‘অসাধারণ একটি গান। আড়াই বছর আগে কণ্ঠ দিয়েছিলাম। আমার খুবই প্রিয় একটি গান।’ তবে উচ্ছ্বাসের সঙ্গে একটি প্রত্যাশার কথাও প্রকাশিত হয়েছে জনপ্রিয় এ শিল্পীর মুখ থেকে। তিনি বলেন, ‘অডিওর পাশাপাশি গানটির যদি একটি মিউজিক ভিডিও প্রকাশ হতো, তবে ভালো হতো।’

সুরকার আলাউদ্দীন আলীর প্রশংসা করে গায়িকা বলেন, ‘আলী ভাইয়ের মতো মানুষ ভারতীয় উপমহাদেশে বিরল। বাংলাদেশের সঙ্গীত পরিচালক হলেও তিনি আন্তর্জাতিকভাবে প্রশংসিত। তাকে সৃষ্টিকর্তা আমাদের কাছে উপহার হিসেবে পাঠিয়েছেন। গান নিয়ে অনেকেই চিন্তাভাবনা করেন। কিন্তু আলী ভাইয়ের চিন্তাভাবনা অনেক উঁচুতে। সব ধরণের গানই তিনি করেছেন।’

অন্যদিকে মিতালী মুখার্জী সম্পর্কে সুরকার আলাউদ্দীন আলী বলেন, ‘ও আমার সুর ও সঙ্গীতে অনেক গানে কণ্ঠ দিয়েছে। সেসব গান শ্রোতারা খুব ভালোভাবে গ্রহণ করেছেন। ‘আমার মরণ হলে’ গানটি আড়াই বছর আগে তৈরি করেছিলাম। আশা করি, এই গানটিও শ্রোতাদের ভালো লাগবে।’

প্রসঙ্গত, আলাউদ্দীন আলীর সুরে ‘এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই’, ‘ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়’, ‘এ জীবন তোমাকে দিলাম বন্ধু’, ‘কেন আশা বেঁধে রাখি’, ‘দুঃখ ছাড়া হয় না মানুষ’, ‘যেটুকু সময় তুমি থাকো পাশে’সহ অনেক কালজয়ী গান গেয়েছেন মিতালী মুখার্জী। এর মধ্যে ১৯৮২ সালে ‘দুই পয়সার আলতা’ ছবিতে ‘এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই’ গানটি গেয়ে মিতালী জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

ঢাকাটাইমস/৭ আগস্ট/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :