সাংবাদিকদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ আগস্ট ২০১৮, ১৩:৪৭

পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ওপর হামলাকারী হেলমেটধারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের মাধ্যমে আইনের আওতায় আনতে ৭২ ঘণ্টার আলটিমেটাম বেঁধে দিয়েছেন সাংবাদিকরা।

মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে মানববন্ধন ও প্রতীকী কর্মবিরতি পালনের সময় এই আল্টিমেটাম দেয় সাংবাদিকরা। মানববন্ধনে অর্ধ-শতাধিক সাংবাদিক অংশ নেন।

নিরাপদ সড়কের দাবিতে বেশ কয়েকদিন রাজধানীতে আন্দোলন করতে থাকে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। পরে তাদের আন্দোলনে সমর্থন জানিয়ে বড়রাও যোগ দেয়। শিক্ষার্থীদের আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর হামলা চালানো হয়। গত শনিবার ও রবিবার রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় পুলিশের উপস্থিতিতে হামলার শিকার হন সাংবাদিকরা। এর প্রতিবাদে আজ মানববন্ধন করে সাংবাদিকরা।

মানববন্ধনে ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি পারভেজ খান বলেন, ‘সরকার ইচ্ছে করলেই সাংবাদিকদের উপর হামলাকারীদের আটক করতে পারে। সেজন্য সদিচ্ছা থাকতে হবে। হামলাকারী সবাই চিহ্নিত হয়েছে। সরকার আন্তরিক হলে হামলাকারীরা আইনের আওতায় আসবে।’

বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কোষাধ্যক্ষ দীপ আজাদ বলেন, ‘প্রশাসন উস্কানিদাতার পরিচয় প্রকাশ করছে। কিন্তু সাংবাদিকদের উপর হামলাকারীদের ফুটেজ তারা চাইছে। প্রশাসনের ইচ্ছে থাকলে তাদের কাছে যে ফুটেজ আছে তাই দিয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারবে।’

দীপ আজাদ বলেন, ‘সাংবাদিকরা আহত হলে সমাজের অন্য সবাই আহত হয়। অন্যদের সংবাদ প্রকাশ বন্ধ থাকে। ফলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। চলমান আন্দোলনের সময় আন্দোলনকারী, আন্দোলন বিরোধী এবং পুলিশ তিন পক্ষেই হামলা নির্যাতনের শিকার হয়েছে দায়িত্ব পালনরত সাংবাদিকরা। আমরা কারো প্রতিপক্ষ নই, তবুও কেন তাদের উপর এমন হামলা। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।’

ঢাকাটাইমস/৭আগস্ট/এসএস/এমআর

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

আরআরএফের সভাপতি মিজান, সম্পাদক নিশাত ও দপ্তর সম্পাদক মেহেদী

সাংবাদিক নেতা রমিজ খানের ইন্তেকাল, বিএফইউজের শোক

ঈদের ছুটি না পাওয়া গণমাধ্যমকর্মীদের যথাযথ সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি-ঢাকার নতুন কমিটি গঠন

সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এলো বসুন্ধরা ফাউন্ডেশন

আজ ভোরের পাতা সম্পাদকের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী

সাংবাদিক মোহসিন কবিরকে মারধরের ঘটনায় ডিআরইউর প্রতিবাদ

এই বিভাগের সব খবর

শিরোনাম :