বেনাপোলে ৪০ হাজার ডলারসহ ভারতীয় পাচারকারী আটক

প্রকাশ | ০৭ আগস্ট ২০১৮, ১৪:০৩

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকা থেকে মঙ্গলবার দুপুরে ৪০ হাজার মার্কিন ডলারসহ ভারতীয় এক মুদ্রা পাচারকারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। তার নাম এসকে জিশান (৩০)। তিনি কোলকাতা শহরের ইকবালপুর এলাকার এস কে মোশাররফ হোসেনের ছেলে।

বেনাপোল শুল্ক গোয়েন্দা আর ও ছবি রানি দও জানান, ভারত থেকে এক পাসপোর্ট যাত্রী বিপুল পরিমান মার্কিন ডলার নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা যাত্রী টার্মিনালে অভিযান চালায়। এসময় জিশানের ব্যাগ তল্লাশি করে ৪০ হাজার মার্কিন ডলারসহ মানি লন্ডারিং আইনে তাকে আটক করা হয।

আটক মার্কিন ডলার বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা হযেছে বেনাপোল পোর্ট থানায।

(ঢাকাটাইমস/০৭আগস্ট/প্রতিনিধি/ওআর)