গফরগাঁওয়ের ভাষা সৈনিক আব্দুল বাতেন আর নেই

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
 | প্রকাশিত : ০৭ আগস্ট ২০১৮, ১৯:১০

ময়মনসিংহের গফরগাঁওয়ের অকুতোভয় ভাষা সৈনিক আব্দুল বাতেন (৯২) আর নেই। রাষ্ট্রীয় সম্মান কিংবা বৈষয়িক কোন সুবিধা পেতে নয়, ভাষা ও দেশকে ভালোবেসেই জীবনবাজি রেখেছিলেন তিনি। আগুনঝরা ফেব্রুয়ারিতে সারাদেশে যখন মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে প্রকম্পিত। ‘রাষ্ট্র ভাষা বাংলা চাই’ ছাত্র-জনতার প্রদীপ্ত এ স্লোগান যখন ঢাকার রাজপথ ছাপিয়ে আছড়ে পড়েছে গ্রাম জনপদে, তখনই ফুঁসে উঠে গফরগাঁও। গফরগাঁওয়ে মূলত ছাত্ররাই ভাষা আন্দোলনের নেতৃত্ব দেন। বিশেষ করে গফরগাঁও কলেজের ছাত্রদের মধ্যে ভাষা সৈনিক আব্দুল বাতেন অগ্রসেনানীর ভূমিকা পালন করেছিলেন।

ভাষা আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে তিনি গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাভোগ করেন।

আব্দুল বাতেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ১.২০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাত সাড়ে ৯টায় মরহুমের নিজ গ্রাম গফরগাঁও উপজেলার দুগাছিয়ায় জানাযা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। যাদের জন্য আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পেরেছি তাদেরই একজন গফরগাঁওয়ে ভাষা আন্দোলনে নেতৃত্বদানকারী ভাষা সৈনিক আব্দুল বাতেনকে হারিয়েছি। আমি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি।

(ঢাকাটাইমস/৭আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :