শাহজালালে উদ্ধার প্রাণী গেল সাফারি পার্কে

প্রকাশ | ০৭ আগস্ট ২০১৮, ২১:০৩ | আপডেট: ০৭ আগস্ট ২০১৮, ২১:০৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্ধার হওয়া বণ্যপ্রাণীর ঠাঁই হয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে।

মঙ্গলবার সকালে প্রাণীগুলো পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন বন্যপ্রাণী পরিদর্শক অসিম কুমার মল্লিক।

এর আগে গত সোমবার রাতে শুল্ক গোয়েন্দা বিভাগ ও বণ্যপ্রাণী অপরাধ দমন বিভাগ যৌথভাবে এ প্রাণীগুলোকে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে উদ্ধার করেন।

উদ্ধারকৃত প্রাণী মধ্যে রয়েছে কমনমার মোসেট মানকি ১২টি, কমন লেমুর ২টি, মেকাও ১৫টি, ময়ুর ৮টি,আফ্রিকান গ্রে প্যারেট ৩০টি, কাকাতুয়া ৪টি ও লাভ বার্ড ১৫০টি। এর মধ্যে ১টি গ্রে প্যারেট মৃত অবস্থায় ছিল।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, দীর্ঘপথ অতিক্রম করে বাংলাদেশে আসা প্রাণীগুলো শারীরিকভাবে অনেকটা দুর্বল। সাফারি পার্কে হস্তান্তর করার পর প্রাণীগুলোকে কোরেন্টাইন জোনে রাখা হয়েছে। এগুলো আনুমানিক মূল্য প্রায় অর্ধকোটি টাকা বলে জানান তিনি। 

ঢাকাটাইমস/০৭আগস্ট/প্রতিনিধি/ইএস