রক্তদানে উৎসাহিত করতে ক্যাম্পেইন

মানিকগঞ্জ প্রতিনিধি,ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ আগস্ট ২০১৮, ২০:৩১

মানিকগঞ্জে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা এবং রক্তদানে উৎসাহিতকরণে সচেতনতামূলক ক্যাম্পেইন বুধবার অনুষ্ঠিত হয়েছে।

এই কর্মসূচির আয়োজন করে মানিকগঞ্জের অ্যাসোসিয়েশন অফ ব্লাড ডোনার্স।

সংগঠন সূত্রে জানা গেছে, সকাল নয়টার দিকে সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে রক্তের গ্রুপ পরীক্ষা এবং রক্তদাতা সংগ্রহ কার্যক্রম শুরু হয়। বিকাল পাঁচটা পর্যন্ত এই কার্যক্রম চলে।

এ সময় সংগঠনের সদস্য হাসিবুল ইসলাম, মাহমুদুল হক, সাজিদ হাসান, শফিকুল ইসলাম, আসিফ শাহরিয়ার, সানজিদা হক, গাজী সেঁজুতি, ফারিয়া মিম ও সাদিয়া ঝিলিক উপস্থিত ছিলেন।

মাহমুদুল হক জানান, প্রায় তিন মাস আগে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এর সদস্য সংখ্যা এক হাজার ১০০ জন। ইতিমধ্যে ৩৫০ জনকে রক্ত দিয়ে সহায়তা করেছে সংগঠনটি। রোগীদের জন্য রক্ত সংগ্রহ এবং রক্তদাতা তৈরিতে সহযোগিতা করা। জেলায় রক্তগ্রহীতা এবং রক্তদাতা-উভয়ের জন্য কার্যকরী একটি প্লাটফর্ম তৈরি করা সংগঠনের উদ্দেশ্য।

(ঢাকাটাইমস/৮আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :