ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ আগস্ট ২০১৮, ২০:৪৫

‘তুমি আর তোমার বাপ-মা আমার সাথে বেঈমানি করেছ, আম্মা তুমি তাদেরকে ক্ষমা করবে না, সবাই আমাকে ক্ষমা করে দিও আমায়।’

মঙ্গলবার রাতে নিজ ফেসবুকে ওয়ালে স্ট্যাটাসটি লিখে আদনান নামে এক যুবক রশিতে ঝুলে আত্মহত্যা করেন।

আদনান নরসিংদী জেলার রায়পুরা উপজেলা মহেশপুর ইউনিয়নের আলগী গ্রামের মিস্টার মিয়া ছেলে। ভৈরব শহরের নিউটাউন এলাকায় তার বাবার পাঁচতলা ভবনে পরিবারের সাথে থাকতেন আদনান।

বুধবার সকালে পরিবারের সদস্যরা পুলিশকে ঘটনা অবহিত না করে তার লাশ উদ্ধার করে গোপনে গ্রামের বাড়িতে নিয়ে তড়িঘড়ি করে দুপুরে নিজ এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, যুবক আদনান ভৈরবের এক ধনী ব্যবসায়ীর নাতনির সাথে প্রেম ছিল। তাকে ভালবাসার দৃশ্যমান অনেক ছবিও তার ফেসবুকে আপলোড আছে। কিন্ত ইতিমধ্যে প্রেমিকার বাবা তাকে অন্যত্র বিয়ে দিয়ে দেন। এরপর থেকে আদনানের সাথে তার প্রেমিকার সব যোগাযোগ বন্ধ হয়ে যায়।

আদনান ভৈরবের বাসায় থাকলেও তিনি রায়পুরা এলাকার নীলকুঠিতে মুরগির খাবার ফিডের ব্যবসা করতেন।

এদিকে ভৈরবের ওই ধনী ব্যবসায়ীর গ্রামের বাড়িও রায়পুরা থানার দৌলতকান্দি এলাকায় বলে জানা গেছে।

এ ব্যাপারে মেয়ের বাবার মোবাইলে বারবার ফোন করলেও তা বন্ধ পাওয়া যায়।

(ঢাকাটাইমস/৮আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :