৫০ ওভার ম্যাচে ১৩৩ বলে মুমিনুলের ১৮২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ আগস্ট ২০১৮, ২১:৫৫

কে বলে সীমিত ওভার ক্রিকেট খেলতে পারেন না মুমিনুল হক? ডাবলিনে আয়ারল্যান্ড ‘এ’দলের বিপক্ষে তিন নম্বরে ব্যাট করতে নেমে ঝড় তুললেন তিনি। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ১৩৩ বলে ১৮২ রান করে দেখিয়ে দিলেন মুমিনুল। রান আউট হওয়ার আগে মেরেছেন ১৩টি চার ও তিন ছক্কা।

এ ইনিংসের মাধ্যমে অসংখ্য রেকর্ড গড়ে নিলেন মিস্টার ওয়াল খ্যাত এ ব্যাটসম্যান।লিস্ট ‘এ’ ক্রিকেটে দেশের বাইরে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের এটাই সর্বোচ্চ রানের ইনিংস।দেশের বাইরে আগের সর্বোচ্চ রানের রেকর্ড ছিল তামিমের।২০০৯ সালে জিম্বাবুয়েতে তামিম করেছিলেন ১৫৪ রান।

গত বছর ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর বিপক্ষে মোহামেডনের হয়ে রকিবুল হাসান খেলেছিলেন ১৯০ রানের ইনিংস। বুধবার রকিবুলকে টপকাতে পারতেন মুমিনুল, কিন্তু দুর্ভাগ্যবশত রান আউট হয়ে যান ১৮২ রান করার পর, তখন বাকি ৫ ৫টি ছিল ওভার।

মুমিনুল এদিন রেকর্ড গড়েছেন আরও। ডাবলিনে ম্যরাথন ইনিংস খেলার পথে মারেছেন ২৭ চার, যা লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের রেকর্ড। পেছন ফেলে দিয়েছেন নাফিস ইনবালকে। ২০১৩ ঢাকা প্রিমিয়ার লিগে নাফিস ইকবালের ২১টি চার ছিল আগের রেকর্ড।

তিন নম্বরে নেমে লিস্ট ‘এ ক্রিকেটে বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের আগের সর্বোচ্চ রান ছিল ১৫৫। ২০০৭ সালে এ ইনিংস খেলেছিলেন মেহরাব হোসেন অপি।

মুমিনুলের রেকর্ড গড়া দিনে ৫১ বলে ৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মোহাম্মদ মিঠুন। এছাড়া ওপেনার জাকির হাসান করেছেন ৭৯ রান। বাংলাদেশ ‘এ’ দল ৫০ ওভারে তুলেছে ৪ উইকেটে ৩৮৫ রান। লিস্ট ‘এ’ ক্রিকেটে কোনে দলের বিপক্ষে যা দ্বিতীয় সর্বোচ্চ। গত মার্চে ঢাকা লিগে আবাহনী করেছিল ৩৯৩ রান।

(ঢাকাটাইমস/৮আগস্ট/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :