নয় দফা দাবিতে নোবিপ্রবি উপাচার্য অবরুদ্ধ

প্রকাশ | ০৯ আগস্ট ২০১৮, ১১:৫৭

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ঢাকাটাইমস

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) প্রশাসনিক ভবনসহ  সকল একাডেমিক ভবনে আবারো তালা ঝুলিয়ে উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছেন  সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল ৯টার উপাচার্য তার দপ্তরে প্রবেশ করার পরপরই উপাচার্যের দপ্তরসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে তালা লাগিয়ে দেয়  শিক্ষার্থীরা।

এসময় তারা পুরো ক্যাম্পাসের বৈদ্যুতিক সংযোগও বিচ্ছিন্ন করে দেয়।

গত ৭ আগস্ট একই দাবিতে প্রশাসনিক ও একাডেমিকসহ সকল ভবনে তালা দেয়া হয়েছিল। শিক্ষার্থীবান্ধব প্রশাসন ও ছাত্র-ছাত্রীদের জন্য শতভাগ আবাসিক সুবিধা নিশ্চিতকরণসহ ৯দফা দাবিতে তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচী পালন করে আসছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের নয় দফা দাবিগুলো হচ্ছে, আবাসিক সমস্যার স্থায়ী সমাধান, ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা, পূর্বের ব্যাকলগ প্রথা পুনর্বহাল, মানোন্নয়ন পরীক্ষার ন্যূনতম জিপিএ ২.৫ করা, ব্যাকলগ ও ইমপ্রুভমেন্ট পরীক্ষার ফি (প্রবেশপত্রসহ) ৩০০ টাকা করা, বিএনসিসি ও রোভার স্কাউটের জন্য বাৎসরিক ফি বাতিল করা, স্নাতকের সকল ক্রেডিট পূরণের জন্য ১৪ সেমিস্টার সুযোগ দেয়া, অসুস্থ শিক্ষার্থীদের জন্য সিক বেডে পরীক্ষা দেয়ার ব্যবস্থা করা এবং আবাসিক হলগুলোতে ডাইনিংয়ে ভর্তুকি দেয়া।

রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে জরুরি সভায় বসার আহ্বান জানিয়েছেন।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের  উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক চলছিল।

(ঢাকাটাইমস/০৯আগস্ট/প্রতিনিধি/ওআর)