মুমিনুল ও মুস্তাফিজকে নিয়ে যা বললেন বিসিবি প্রেসিডেন্ট

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ আগস্ট ২০১৮, ১৯:২৬

বুধবার ব্যাট হাতে ঝড় তুলেছেন মুমিনুল হক। আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ১৩৩ বলে করেছেন ১৮২ রান। এরপর থেকে তাকে ওয়ানডে দলের নেওয়ার দাবি উঠেছে। কিন্তু মুমিনুলের সহসা যে, ওয়ানডে দলে ফেরা হচ্ছে না সেই ইঙ্গিতটাই যেন দিয়ে রাখলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন,‘ মুমিনুল বড় ইনিংস খেলেছে। ভালো, অবশ্যই। তবে এখানে সমস্যা আছে। ওয়ানডে দলে এমনিতেই কয়কটা জায়গা ছাড়া সবই ফিক্সড। তিন অথবা সাতে রদবদল করা যেতে পারে। এখন সাকিব তিনে খেলতে শুরু করেছে। সে খেললে তো কথাই নেই। সাকিব তিনে খেললে ছয়-সাতের আগে অপশন নেই। মুমিনুল তো সবসময়ই আমরা মনে করি, ভালো ব্যাটম্যান। সে রান করাতে আমরা সকলেই খুব খুশি। কারণ আমরা মনে করি, সে আসলেই ভালো ব্যাটসম্যান।’

ইনজুরি লুকিয়ে রাখার দায়ে কিছুদিন অগে বিসিবি বসের ধমক শুনতে হয়েছিল মুস্তাফিজকে। জাতীয় দলে নিয়মিত পেতে বিদেশি লিগে খেলা বন্ধ করে দেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে।

মুস্তাফিজকে নিয়ে সেই পুরানো কথাই আরেকবার বললেন নাজমুল হাসান পাপন,‘আগেই বলেছি যে, যেহেতু সে জাতীয় দলের ম্যাচ মিস করছে, ওকে বলেছি তোমার দুই বছর কোথাও খেলতে যাওয়া উচিত না। এটা আমাদের উপলব্ধি। কারণ ও এত ইনজুরিপ্রবণ আর সামনে এত খেলা, আবার ইনজুরিতে পড়লে আমরা বিপদে পড়ব। ওর মতো বোলার তো আমাদের আর নেই। ও আমাদের সেরা ফাস্ট বোলার।’

(ঢাকাটাইমস/৯জুলাই/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :