গাজীপুরে ছাত্রলীগ নেতাকে অপহরণের চেষ্টা

গাজীপুর প্রতিনিধি
 | প্রকাশিত : ০৯ আগস্ট ২০১৮, ১৯:৫৭

গাজীপুরের রাজবাড়ি এলাকায় এক ছাত্রলীগ নেতাকে অপহরণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ছাত্রলীগেরই তিন কর্মী তাকে অপহরণের চেষ্টা চালিয়েছে বলে জানা গেছে। অপহরণে ব্যর্থ হয়ে তারা পালিয়ে যাওয়ার সময় তাইওয়ানের তৈরি একটি পিস্তল ও চার রাউন্ড গুলি ফেলে গেছে।

জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার শহরের রাজবাড়িতে জয়দেবপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের সড়কে যানজট নিরসনে কাজ করছিলেন পুলিশের সহকারি উপপরিদর্শক রুপম। এসময় সাইফুল্লাহ শাওন নামে এক ছাত্রলীগ কর্মী ওই বিদ্যালয়ের মোড়ে তিন-চার সহযোগীকে নিয়ে ছাত্রলীগ নেতা নাদিম হোসেনকে অপহরণের চেষ্টা করেন। নাদিমের চিৎকার শুনে তাকে উদ্ধার করতে পুলিশ কর্মকর্তা রুপম।

ওসি আরও জানান, এসময় শাওন ও তার সহযোগীদের ধাওয়া দিলে পালানোর সময় শাওন চারটি গুলিসহ একটি পিস্তল ফেলে যান।

এ ঘটনায় নাদিম হোসেন জয়দেবপুর থানায় দ্রুত বিচার আইনে মামলা করেছেন। পুলিশ আসামি ধরতে অভিযান চালাচ্ছে। সাইফুল্লাহ শাওন শহরের ছায়াবিথী এলাকার শহীদুল্লাহর ছেলে বলে জানা গেছে।

ঢাকাটাইমস/০৯আগস্ট/প্রতিনিধি/ডিএম

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :