গাইবান্ধায় সড়কে ঝরল শিশুসহ দুই প্রাণ

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১০ আগস্ট ২০১৮, ১০:১০ | প্রকাশিত : ১০ আগস্ট ২০১৮, ১০:০৯

গাইবান্ধা সাদুল্ল্যাপুর উপজেলার ধাপেরহাট এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে ধাপেরহাট আরভি কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হরেন পঞ্চগড়ের কদরকান্দী এলাকার জাবেদ আলীর ছেলে সাইদুর রহমান ও ঢাকা মিরপুর ১১ এর বাসিন্দা রিপন মিয়ার মেয়ে চাঁদনী আকতার।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওসি আব্দুর রশিদ ঢাকাটাইমসকে জানান, ঢাকা থেকে রংপুরগামী অপু পরিবহনের একটি বাস ধাপেরহাটের আরভি কোল্ড স্টোরেজের সামনে থাকা একটি পিকআপকে ওভারটেক করতে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশের একটি জমিতে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শিশু চাঁদনী ও বাস চালকের সহকারী সাইদুর মারা যান। আহত হন অন্তত ১৫ জন।

আহতদের উদ্ধার করে পলাশবাড়ী, পীরগঞ্জ ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যানজট লেগে থাকলেও পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। নিহতদের মরদেহ বড়দরগা হাইওয়ে থানায় পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/১০আগস্ট/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :