যুক্তরাষ্ট্রে পরিবার নিয়ে অবকাশে মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ আগস্ট ২০১৮, ১২:৩০ | প্রকাশিত : ১০ আগস্ট ২০১৮, ১২:০৪

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে গতকালই দেশে ফিরেছে বাংলোদেশ জাতীয় ক্রিকেট দল। কিন্তু দলের সঙ্গে ফিরেননি পাঁচ সিনিয়র ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। মাহমুদউল্লাহ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে যোগ দিলেও বাকি চার জন নিউইয়র্কে কয়েকদিন অবকাশ যাপন করেই দেশে ফিরবেন।

ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে অবকাশে আছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সিরিজের শেষে দেশ থেকে মাশরাফির পরিবার গিয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে স্ত্রী সুমনা হক সুমি আর দুই সন্তানকে নিয়ে দারুণ সময় পার করছেন অধিনায়ক।

পরিবারকে নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন মাশরাফি। তারই কিছু ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। যেখানে নানা পরিবেশে পরিবারের সঙ্গে ফ্রেমে বন্ধী হলেন নড়াইল এক্সপ্রেস।

পরিবার ছাড়াও যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন টাইগার কাপ্তান। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বেলোজিনো পার্টি হলে প্রবাসীদের সঙ্গে অনেক সময় কাটান তিনি।

প্রবাসীদের আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য দোয়াও চেয়েছেন মাশরাফি। অনুষ্ঠানে তিনি বলেন,‘আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এখানে এসে আমার খুব ভালো লাগছে। আপনারা সবাই বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য দোয়া করবেন। ভবিষ্যতে বাংলাদেশ দল যেন আরো ভালো করতে পারে সে জন্যও দোয়া করবেন।’

তামিম ইকবাল ও মুশফিকের আগামী রবিবার কিংবা মঙ্গলবার দেশে ফেরার কথা রয়েছে। আর ক্যারিবিয়ান লিগ না খেলার কারণে আরো কিছুদিন যুক্তরাষ্ট্রে শশুর বাড়িতেই আরো কিছুদিন থাকবেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

(ঢাকাটাইমস/১০আগস্ট/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :