যে কারণে ‘ও মাই লাভ’ ছাড়েন মাহি

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ আগস্ট ২০১৮, ১৩:১১ | প্রকাশিত : ১০ আগস্ট ২০১৮, ১২:৩২

হালের সবচেয়ে দামি নায়িকা মাহিয়া মাহি। গত বছর মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’-এর ব্যাপক সাফল্যের পর তার কদর আরও বেড়েছে। রোজার ঈদের আগে দেবরের বিয়ের জন্য অভিনয় থেকে মাস দুয়েকের ছুটি নিয়েছিলেন এই নায়িকা। কিন্তু শুটিংয়ে ফিরেই বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। তার বিরুদ্ধে ছবির সিডিউল ফাঁসানোর অভিযোগ তোলেন ‘ও মাই লাভ’ ছবির পরিচালক আবুল কালাম আজাদ।

সেই অভিযোগে শেষ পর্যন্ত ‘ও মাই লাভ’ ছবি থেকে সরে আসেন মাহি। কিন্তু কেন তিনি সিডিউল ফাঁসিয়েছিলেন? সম্প্রতি সেই কারণ জানালেন নায়িকা। তিনি বলেন, ‘ছবির নির্মাতা ও প্রযোজক কলকাতা থেকে নতুন এক নায়িকা এনেছেন। প্রথমে যেভাবে আমার চরিত্রটির গল্প বলা হয়েছিল, শুটিংয়ে নেমে দেখি তার উল্টো। আমার চরিত্রটির তেমন কোনো গুরুত্বই নেই। পরিচালক কথা দিয়ে কথা রাখেননি। তাই ছবিটি থেকে সরে দাঁড়িয়েছি।’

মাহি আরও বলেন, ‘রোজার ঈদের আগে থেকে দেবরের বিয়ে ও ব্যক্তিগত কাজে কিছুদিন অভিনয়ের বাইরে ছিলাম। অপুর(মাহির স্বামী) সঙ্গে নতুন ফ্ল্যাটে ওঠা নিয়েও ব্যস্ততা ছিল। এখনও সবকিছু গুছিয়ে উঠতে পারিনি। বিরতির পর ‘ও মাই লাভ’ ছবির কাজ শুরু করতেই ‘সিডিউল ফাঁসানো’ বিতর্কে জড়িয়ে পড়ি। তাই ছবিটি আর করা হচ্ছে না। ইতিমধ্যে নির্মাতাকে পারিশ্রমিকের টাকাও ফেরত দিয়েছি। এটা নিয়ে আর ভাবতে চাই না।’

নিজের কাজের ধরণ সম্পর্কে বোঝাতে গিয়ে নায়িকা বলেন, ‘অভিনয়ের বিষয়ে আমি অসম্ভব খুঁতখঁতে। যা ভালো লাগে না, তা করতে চাই না। আমি চাই, দর্শক আমাকে প্রতিবারই নতুন রূপে, নতুন চরিত্রে দেখুক। প্রতিদিনই নিজেকে বদলাতে চাই। অবিশ্বাস্য হলেও সত্যি, ক্যারিয়ারে এ পর্যন্ত একশটিরও বেশি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। কিন্তু চরিত্র পছন্দ না হওয়ায় অনেক ছবির প্রস্তাবই ফিরিয়ে দিয়েছি।’

মাহি বর্তমানে অভিনয় করছেন হাসান শিকদার পরিচালিত ‘অবতার’ ছবিতে। গত ২৮ এপ্রিল এ ছবিতে চুক্তিবদ্ধ হন তিনি। এই ছবিতে মাহির নায়ক নবাগত রোকন উদ্দিন। ছবির অধিকাংশ অংশের শুটিংই শেষ। এছাড়া ‘আমার মা আমার বেহেশত’ এবং ‘আনন্দ অশ্রু’সহ বেশ কয়েকটি ছবি হাতে রয়েছে তার।

এদিকে আসছে কোরবানীর ঈদে মুক্তি পাচ্ছে মাহি অভিনীত ‘জান্নাত’ ছবিটি। এতে নাম ভূমিকায় রয়েছেন মাহি। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এ ছবির নায়ক সায়মন সাদিক। তিনি অভিনয় করছেন এক মাজারের খাদেম বাবার মুরিদের চরিত্রে। এই খাদেম বাবা হচ্ছেন অভিনেতা আলীরাজ। ছবিতে যিনি রয়েছেন মাহির বাবার চরিত্রে। আরও আছেন খল-অভিনেতা মিশা সওদাগর।

ঢাকাটাইমস/১০ আগস্ট/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :