‘সরকারকে বেকায়দায় ফেলতেই সাংবাদিকদের ওপর হামলা’

প্রকাশ | ১০ আগস্ট ২০১৮, ১৯:৩৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময় যে সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতন করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে নেতারা এই দাবি জানান।  সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

সংগঠনের সদস্যসচিব ও ভোরের কাগজের স্টাফ রিপোর্টার আছাদুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব শাবান মাহমুদ, সংগঠনের আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক লায়েকুজ্জামান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শুক্কুর আলী শুভ, বিএফইউজের নির্বাহী পরিষদ সদস্য শেখ মামুন, সিনিয়র সাংবাদিক শরীফুল ইসলাম বিলু, সমীরণ রায়, আবু সাঈদ, মানিক লাল ঘোষ প্রমুখ।

শাবান মাহমুদ বলেন, ‘সাংবাদিকরা তাদের দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হাতে বারবার হামলা ও নির্যাতনের শিকার হন। একটি গণতান্ত্রিক দেশে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকবান্ধব, অথচ সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে। এই আন্দোলন সংগ্রামেও কোনো কাজ হচ্ছে না। আমরা মনে করি একটি স্বার্থান্বেষী গোষ্ঠী সরকারকে বেকায়দায় ফেলতেই এই হামলার ঘটনা ঘটিয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খাঁন কামলাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনা হোক। তা না হলে এই আন্দোলন এমন পর্যায়ে গিয়ে পৌঁছাবে যা আপনি বুঝতেও পারছেন না। কারণ আজকে সারাদেশের সাংবাদিকরা ঐক্যবদ্ধ রয়েছে। শনিবার ডিইউজে ও বিএফইউজের সমাবেশ রয়েছে। তাই এই সমাবেশের আগে যদি সাংবাদিকদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার না করা হয়, এ প্রতিবাদের ভাষা আরও কঠোর থেকে কঠোর হবে।’

এদিকে  রাজধানীর শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মাঠপর্যায়ের সাংবাদিকরা মানববন্ধন করেছেন।

তারা সাংবাদিকদের ওপর হামলাকারীরা কে কোন দলের তা বিবেচনা না করে দ্রুততম সময়ে তাদের গ্রেপ্তারের জোর দাবি জানান।

(ঢাকাটাইমস/১০আগস্ট/বিইউ/জেবি)