সিপিএলে ২২৩ করেও হারল ব্রাভোর দল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ আগস্ট ২০১৮, ১১:৪০ | প্রকাশিত : ১১ আগস্ট ২০১৮, ১০:২৮

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ম্যাচে শনিবার ২২৩ রান করেও হেরেছে ডোয়াইন ব্রাভোর দল ত্রিনবাগো নাইট রাইডার্স। আন্দ্রে রাসেলের দল জ্যামাইকা তালাওয়াশ ম্যাচটি জিতে নিয়েছে চার উইকেটে। আন্দ্রে রাসেল সেঞ্চুরি করেছেন। ৪০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। সিপিএলে এটি দ্রুততম সেঞ্চুরি। ইনিংস শেষে ৪৯ বলে ১২১ রান করে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল। এই ম্যাচে হ্যাটট্রিকও করেন আন্দ্রে রাসেল। তিনটি উইকেট শিকার করেন তিনি।

এদিন পোর্ট অব স্পেনে অনুষ্ঠিত ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ২২৩ রান সংগ্রহ করে ত্রিনবাগো নাইট রাইডার্স। দলের পক্ষে ২৭ বলে ৪৬ রান করেন ক্রিস লিন। ৪২ বলে ৬১ রান করেন কলিন মুনরো। ২৭ বলে ৫৬ রান করেন ব্রেন্ডন ম্যাককলাম। ১৬ বলে ২৯ রান করেন ডোয়াইন ব্রাভো।

জ্যামাইকা তালাওয়াশের পক্ষে অধিনায়ক আন্দ্রে রাসেল তিন ওভার বল করে ৩৮ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন। এছাড়া ক্রিসমার সানতোকি ১টি, ইমাদ ওয়াসিম ১টি করে উইকেট শিকার করেন।

পরে জ্যামাইকা তালাওয়াশ ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ছয় উইকেট হারিয়ে জয় তুলে নেয়। ২২৫ রান করে তারা। সিপিএলের ইতিহাসে এটি এক ইনিংসে সর্বোচ্চ স্কোর। জ্যামাইকা তালাওয়াশের পক্ষে আন্দ্রে রাসেল ৪৯ বলে ১২১ রান করে অপরাজিত থাকেন। এই রান করার পথে তিনি ছয়টি চার মারেন ও ১৩টি ছক্কা হাঁকান। অর্থাৎ, ১২১ রানের মধ্যে তার ১০২ রানই আসে বাউন্ডারি থেকে।

এছাড়া হাফ সেঞ্চুরি করেন কেনার লুইস। ৩৫ বলে ৫১ রান করে আউট হন তিনি। দলীয় ৪১ রানে জ্যামাইকা তালাওয়াশের পঞ্চম উইকেটের পতন হয়। এরপর আন্দ্রে রাসেল ও কেনার লুইস ১৬১ রানের পার্টনারশিপ গড়েন। দলীয় ২০২ রানে কেনার লুইস আউট হয়ে যান। আন্দ্রে রাসেল ইনিংস শেষে অপরাজিত থাকেন।

সংক্ষিপ্ত স্কোর

ত্রিনবাগো নাইট রাইডার্স ইনিংস: ২২৩/৬ (২০ ওভার)

জ্যামাইকা তালাওয়াশ ইনিংস: ২২৫/৬ (১৯.৩ ওভার)

(ঢাকাটাইমস/১১ আগস্ট/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :