অশোভন ইঙ্গিত করায় সোহেল তানভীরকে জরিমানা

প্রকাশ | ১১ আগস্ট ২০১৮, ১১:১৮ | আপডেট: ১১ আগস্ট ২০১৮, ১১:৪০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ম্যাচে অশোভন ইঙ্গিত করায় গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলা পাকিস্তানি পেসার সোহেল তানভীরকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার গায়ানা আমাজন ওয়ারিয়র্স ও সেইন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের মধ্যকার ম্যাচটিতে। এই ম্যাচে ছয় উইকেটে জয় পায় গায়ানা।

ম্যাচে তখন সেইন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ব্যাট করছিল। ইনিংসের ১৭তম ওভারে বোলিংয়ে ছিলেন সোহেল তানভীর। ওভারের তৃতীয় বলে সোহেল তানভীরকে ছক্কা হাঁকান বেন কাটিং। চতুর্থ বলে বেন কাটিং বোল্ড হন। উইকেট শিকার করার পর দুই হাতের মধ্যাঙ্গুলি প্রদর্শন করেন সোহেল তানভীর।

সিপিএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বোলার তার দোষ স্বীকার করেছেন। ম্যাচ রেফারি ডেনাভন হেলেস তাকে শাস্তি দিয়েছেন।

এই ম্যাচে সেইন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৪৬ রান সংগ্রহ করে। পরে গায়ানা আমাজন ওয়ারিয়র্স ব্যাট করতে নেমে ১৬.৩ ওভারে চার উইকেট হারিয়ে জয় তুলে নেয়। ম্যাচটিতে সোহেল তানভীর চার ওভার বল করে ২৪ রান দিয়ে একটি উইকেট শিকার করেন।

(ঢাকাটাইমস/১১ আগস্ট/এসইউএল)