জিয়াউর রহমানই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল: শাজাহান খান

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ আগস্ট ২০১৮, ১৬:২৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জিয়াউর রহমানই হত্যা করেছিল বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করেই জিয়াউর রহমান ক্ষমতায় এসেছিল।

শনিবার দুপুরে মাদারীপুর সার্কিট হাউজে সদর উপজেলা এলজিইডির রুরাল এমপ্লয়মেন্ট এন্ড রোড মেন্টেনেন্স প্রোগ্রাম-২ শীর্ষক প্রকল্প কর্তৃপক্ষের আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা কোনো ছাত্র হত্যা করে নাই। বরং খালেদা জিয়া তার শাসনামলে বিভিন্ন সময়ে যারা আন্দোলন করেছেন, তাদের হত্যা করেছেন। বিএনপির শাসনামল থেকেই ছাত্র হত্যার রাজনীতি শুরু হয়েছে।’

‘বিভিন্ন সময়ে বিএনপি আন্দোলনের নামে মানুষ হত্যা করেছে। এবার তারা বলেছে সরকার ছাত্রদের হামলা করেছে, হত্যা করেছে। মূলত তারা বানোয়াট বলছে। আর এগুলো বিএনপির মিথ্যাচার ছাড়া কিছুই না। আমি মনে করি, মিথ্যা দিয়ে সত্যকে কখনোই ঢেকে রাখা যায় না। সত্য সূর্যের আলোর মতো উদ্ভাসিত হয়।’

মন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ আমাদের মাঝে নেই। কিন্তু এই দেশ তিনি স্বাধীন করেছেন। আমরা এখন স্বাধীন দেশের নাগরিক। আর তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এই দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে এসেছেন। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।’

অনুষ্ঠানে প্রকল্পের আওতায় ১৫টি ইউনিয়নের ১৫০ জন দুঃস্থ নারী শ্রমিকদের সড়ক রক্ষণাবেক্ষণ কাজের ৪ বছর পূর্তিতে সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাবুল আখতার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নান হোসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম, এলজিইডির সদর উপজেলার নির্বাহী প্রকৌশলী আল-মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/১১আগস্ট/প্রতিনিধি/ডিএম

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানাল রাষ্ট্র সংস্কার আন্দোলন

ভারতীয় পণ্য বর্জন চলবে: ফারুক

এই বিভাগের সব খবর

শিরোনাম :