আ.লীগ নয়, বিএনপির আতঙ্কে দেশবাসী: হানিফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ আগস্ট ২০১৮, ১৬:৫৮

আওয়ামী লীগ কেন বিএনপিকে ভয় পাবে, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে এই প্রশ্ন রেখেছেন ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। বলেছেন, ‘বিএনপি যদি নিজেদের পাগলা কুকুর ভাবে তাহলে আওয়ামী লীগ নয়, দেশবাসী আতঙ্কে থাকবে।’

‘ক্ষমতাসীন সরকার জন-বিচ্ছিন্ন হয়ে বিএনপির আতঙ্কে ভুগতে শুরু করেছে’ সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে এসব কথা বলেন হানিফ। জাতীয় শোক দিবসকে সামনে রেখে শনিবার ধানমন্ডির রাসেল স্কয়ারে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনায় বক্তব্য রাখছিলেন তিনি।

এর আগে সকালে রাজধানীর বিমানবন্দর সড়কে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ পরিদর্শন করে সাংবাদিকদেরকে সঙ্গে আলোচনার সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও প্রশ্ন রাখেন বিএনপি ‘পাগলা কুকুর’ কি না।

হানিফ বলেন, ‘আওয়ামী লীগ কেন আতঙ্কে ভুগবে? আতঙ্কে কারা ভোগে, আমরা আগে দেখেছি গ্রাম পর্যায়ে, পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক হয়। এই জলাতঙ্ককে সবাই ভয় পায়। বিএনপি কী পাগলা কুকুর ভাবছে? সেই কারণে ভয় পাব? বিএনপি যদি নিজেদের পাগলা কুকুর ভাবে তাহলে আওয়ামী লীগ নয়, দেশবাসী আতঙ্কে থাকবে।’

বিএনপিকে হানিফ বলেন, ‘ষড়যন্ত্র করে সরকার পতনের আন্দোলন করবেন, অশুভ কার্যকলাপ করবেন আর মুখে সংলাপের কথা বলবেন! আপনাদেরকে ষড়যন্ত্রের পথ পরিহার করতে হবে। তারপর সরকার ভেবে দেখবে আলোচনায় বসা যায় কি না। ষড়যন্ত্র করে আলোচনায় বসার সুযোগ নেই।’

‘১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে আগস্ট মাসের সফলতা পেয়েছিলেন। সেই সফলতা দ্বিতীয়বার আর হবে না। আমরা বিএনপির মুখোশ উম্মোচন করে ছাড়ব। এরা পাকিস্তানের এজেন্ট, পাকিস্তানের দালাল।’

বঙ্গবন্ধুর পলাতক খুনিদেরকে বিদেশ থেকে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার মধ্য দিয়ে বাঙালি জাতিকে ‘অভিশপমুক্ত’ করার কেথাও জানান হানিফ।

বঙ্গবন্ধুর হত্যার বিচার হলেও নেপথ্যের ষড়যন্ত্রের তদন্ত এবং বিচারের দাবিও করেন আওয়ামী লীগ নেতা। বলেণ, ‘জাতির মধ্যে যে বিভক্তি সৃষ্টি হয়েছে, মরণোত্তর বিচারের মাধ্যমে সেই বিভক্তি দেওয়াল বিনষ্ট করার সম্ভব হবে।’

শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকে ব্যবহার করে বিএনপি-জামায়াতের ‘অশুভ শক্তি’ এবং ১/১১ কুশীলবরা হঠাৎ তৎপর হয়ে উঠেছে বলেও জানান হানিফ। প্রশ্ন তোলেন শিক্ষার্থীদের আন্দোলনের সময় কী কারণে আওয়ামী লীগ অফিসে হামলা হলো?

‘সামাজিক যোগাযোগের মাধ্যমে গুজব ছড়ানো হয়েছিল। আজ আমাদের হাতে সেই তথ্য এসেছে। প্রায় পার-পাঁচশ বিভিন্ন আইডির মাধ্যমে নানা ধরনের মিথ্যাচার করে ছাত্রদের উস্কে দেয়া হয়েছিল।’

‘আজকে অনেকে মায়াকান্না কাঁদছে, ছাত্রলীগের নামধারীরা এই হামলা করেছে। কোথায় ছাত্রলীগ গিয়েছে হামলা করতে? আওয়ামী লীগের অফিসে হামলা থেকে বাধা দেওয়া নেতাকর্মীদের দায়িত্ব। হামলা বাধা দেওয়া কী হামলা হয়?’

আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো: আবু কাওছারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। আলোচনা সভায়টি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ।

ঢাকাটাইমস/১১আগস্ট/টিএ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :