নির্বাচন বানচালের ষড়যন্ত্রে বিএনপি-জামায়াত: নানক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ আগস্ট ২০১৮, ১৮:৫৬

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলছে। কিন্তু বিএনপি-জামায়াত বাংলাদেশের এই অভূতপূর্ব উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এমন কোনো নাশকতা ও ষড়যন্ত্র নাই যা করেনি। ভবিষ্যতেও তারা এটা করবে, আমাদের আগের মতোই সতর্ক থাকতে হবে। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনও বানচালে ষড়যন্ত্রে মেতেছে।’

শনিবার ঢাকা যুবলীগ ঢাকা মহানগর উত্তর আয়োজিত শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন ১০নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।

নানক বলেন, ‘বাংলাদেশের সংবাদ মাধ্যম সবধরনের সুবিধা ভোগ করার পরও মির্জা ফখরুল ইসলাম বলেছেন সংবাদমাধ্যমগুলোর স্বাধীনতা নাই। সংবাদ মাধ্যমগুলোর স্বাধীনতা আছে বলেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আপনারা আস্ফালন করছেন।’

সম্মানিত অতিথির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা এবং রূপকার। বাংলাদেশের ইতিহাস এবং জাতির পিতার জীবনগাঁথা যেন এক বিন্দুতে মিলিত হয়। আর এই মিলিত স্রোতধারার নাম বাঙালি, বাঙালির বিজয়। বাংলাদেশের আরেক নাম যেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

‘বাঙালি শব্দটি অর্থহীন হয়ে যায় জাতির পিতাকে বাদ দিয়ে। জাতির পিতার অস্তিত্ব বাংলাদেশের সবুজ প্রান্তরে, নদীর কলতানে, ঝিরঝির বাতাসে, পাতার পল্লবে, আমাদের হৃদয়ের পরতে পরতে। ১৯৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করেছিল স্বাধীনতাবিরোধী প্রতিক্রিয়াশীল গোষ্ঠী। তাদের উদ্দেশ্য ছিল কেবল জাতির পিতাকে হত্যা নয়, বাঙালি জাতির অস্তিত্ব বিনাশ। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রতিটি বাঙালির হৃদয়ে যিনি জাগরুক তাকে হত্যা করে কি নিঃশেষ করা যায়? যায় না।’

যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘১৯৮১ সালের ১৭ মে ‘জাতির পিতা’র স্বপ্নের বাকিটা বাস্তবায়নে বাঙালির ত্রাণকর্তা হন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। তিনি তার বিশ্ব শান্তির দর্শন ‘জনগণের ক্ষমতায়ন’ এর জাগরণী মন্ত্রে বাঙালি জাতিকে আবার জাগিয়ে তোলেন, উদ্বুদ্ধ করেন ঐক্যবন্ধ করেন। বাঙালি জাতি ফিরে পায় তার আত্মউপলব্ধি, আত্মপরিচায়। জনগণ ঐক্যবদ্ধ হয়ে ‘জনগণের ক্ষমতায়ন’ এর শক্তিতে পরাভূত করে অপশাসন, স্বাধীনতাবিরোধী প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এবং জনবিরোধী স্বৈরাচারদের।’

ওমর ফারুক বলেন, ‘আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে জাতির পিতার স্বপ্নপূরণে ‘অর্থনৈতিক মুক্তির’ পথে। আমাদের এই অগ্রযাত্রায় আমাদের চেতনার নাম জাতির পিতা। আমাদের অনুপ্রেরণার নাম জাতির পিতা বঙ্গবন্ধু। আমাদের সাহসের নাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

এ সময় আরও বক্তব্য দেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসলামুল হক এমপি, যুবলীগ সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, ঢাকা মহানগর উত্তর সহসভাপতি মো. জাফর ইকবাল, মজিবুর রহমান বাবলু, জলিলুর রহমান, যুগ্ম সম্পাদক তাসভীরুল হক অনু, হারুন অর রশিদ ভূইয়া, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক বিশ্বাস, সিবলী সাদিক, মামুন সরকার, শাহদাত হোসেন সেলিম, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, উপ-দপ্তর সম্পাদক এ এই এম কামরুজ্জামান প্রমূখ।

(ঢাকাটাইমস/১১আগস্ট/টিএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ‘ভাঁওতাবাজি': আমীর খসরু

বিচার না হওয়ায় চিকিৎসকদের ওপর হামলা বেড়েই চলছে: ড্যাব 

দেশের প্রতিটি গুমের পেছনে আওয়ামী লীগ সরকার দায়ী: রিজভী

বিএনপিকে প্রতিহত করে বিজয় সুসংহত করতে হবে: ওবায়দুল কাদের 

উপজেলায়ও সমঝোতা চায় ১৪ দল, জয় নিশ্চিত করতে চাচ্ছেন শেখ হাসিনার সাক্ষাৎ 

বর্তমান ইসির অধীনে উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা ১২ দলীয় জোটের

বিরোধী দলের নেতাকর্মীদের ওপর সরকার জুলুম-অত্যাচার অব্যাহত রেখেছে: মির্জা ফখরুল

সাম্প্রদায়িকতার মাধ্যমে আমাদের ঐতিহ্য নষ্ট করতে দেব না: নাছিম

ডা. জাফরুল্লাহ চৌধুরী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর

উপজেলা নির্বাচনে যাচ্ছে না বিএনপি

এই বিভাগের সব খবর

শিরোনাম :