আঘাত এলে পাল্টা আঘাত করবে আ.লীগ: খালিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ আগস্ট ২০১৮, ২১:১০

আওয়ামী লীগের ওপর কোনো আঘাত এলে তারা পাল্টা আঘাত করতে বাধ্য হবে বলে জানিয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগকে অনেক রক্তদান আর নির্যাতনের শিকার হতে হয়েছে। কিন্তু আওয়ামী লীগ এখন আর নির্যাতন সহ্য করবে না। দলের ওপর কোনো আঘাত এলে পাল্টা আঘাত করতে বাধ্য হবে।

শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জে ডি-ডব্লিউ কলেজ মাঠে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ বলেন, ‘পঁচাত্তরে কালরাতে খুনিরা একটি দেহকে হত্যা করতে চায়নি; তারা একটি আদর্শকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু তা পারেনি। সারা বিশ্বে আজ পৌঁছে গেছে জাতির পিতার আদর্শ। বিশ্বের সব শোষিত মানুষের নেতার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

খালিদ বলেন, ‘একাত্তরের পরাজিত শক্তি প্রতিশোধ নেয় পঁচাত্তরের হত্যাকাণ্ড ঘটিয়ে। তারা দেশকে নেতৃত্বহীন করে পাকিস্তান বানাতে চেয়েছিল। সেই খুনিদের একই ধারায় দেশকে পেছনে নিয়ে যেতে চেয়েছিল জিয়া-এরশাদ ও খালেদা। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশে আজ মুক্তিযুদ্ধের চেতনা পুনঃস্থাপিত হয়েছে। এক সময় মানুষ নিজের মুক্তিযোদ্ধা পরিচয় দিতে ভয় পেত। আজকে সে ভয় কেটে গেছে।’

‘মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে বিএনপি-জামায়াত ভয় পায়। তাই তারা বিভিন্ন কুৎসা রটায়, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। বিএনপি-জামায়াতের এজেন্ডা নিয়ে তথাকথিত সুশীল সমাজের কিছু পরিত্যক্ত মানুষ মাঠ গরম করতে চাচ্ছে। তাদের হাত থেকে সাবধান থাকতে হবে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘সুন্দরগঞ্জে অনেক ষড়যন্ত্র আর রক্তপাত হয়েছে। এখনো সুন্দরগঞ্জে নানাভাবে সংখ্যালঘুদের ভয়ভীতি দেখানো হচ্ছে। কিন্তু এসব রক্তপাত ও ষড়যন্ত্র আর সহ্য করা হবে না। কোনো রক্তপাত ঘটলে সেই সব ষড়যন্ত্রকারীর হাত শুধু ভেঙেই দেওয়া হবে না, তাদের হাত চিরদিনের জন্য নির্মূল করা হবে।’

সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক টিআইএম মকবুল হোসেন প্রামাণিক। বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, গাইবান্ধা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামস্-উল আলম হিরু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সূর্য বখশী, আওয়ামী লীগ নেত্রী আফরুজা বারী, গাইবান্ধা পৌর মেয়র শাহ সুলতান জাহাঙ্গীর, সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল্লাহ আল মামুন।

(ঢাকাটাইমস/১১আগস্ট/টিএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা হাবিব কারাগারে

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ‘ভাঁওতাবাজি': আমীর খসরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :