বেয়ারস্টো-ওকস জুটিতে বড় সংগ্রহের পথে ইংল্যান্ড

প্রকাশ | ১১ আগস্ট ২০১৮, ২২:০৩

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

লর্ডসে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে ১০৭ রানেই শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। প্রথম দিন আর ব্যাট করতে নামতে পারেনি ইংল্যান্ড। শনিবার ম্যাচের তৃতীয় দিনে ব্যাট করতে নেমে এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ৫ উইকেটে ২৭৬ রান তুলে ফেলেছে ইংল্যান্ড। আপাতত ১৬৯ রানে এগিয়ে ইংল্যান্ড, অক্ষত ৫ উইকেট। লর্ডসেও জয়ের পথ তৈরী করে ফেলেছে স্বাগতিকরা।

যদিও ব্যাট করতে নেমে তেমনভাবে ক্রিজে রাজত্ব দেখানে পারেননি দলের টপ অর্ডাররা। দুই ওপেনার কুক ২১ ও জেনিংস ১১ রান করে ফিরে যান প্যাভেলিয়নে। বল হাতে ইংল্যান্ড ব্যাটিংকে চাপে রেখেছিলেন মোহাম্মদ শামি। তিন উইকেট নেন তিনি।

তিন নম্বরে ব্যাট করতে নামা অধিনায়ক জো রুট ১৯ রান করে প্যাভেলিয়নে ফিরে যান। জেনিংসের পর তিনিও শামির শিকার। টেস্ট দলে সুযোগ পাওয়া পোপ আউট হন ২৮ রানে। তাঁকে ফেরৎ পাঠান হার্দিক পাণ্ডিয়া। ২৪ রান করা জোস বাটলারকে ফেরান সেই শামিই। ১৩১ রানেই পাঁচ উইকেট পড়ে গিয়েছিল ইংল্যান্ডের।

তবে এরপর হোম হাল ধরেন বেয়ারস্টো ও ক্রিস ওকস। দুজনই হাফ সেঞ্চুরির পর বড় ইনিংসের পথে এগুচ্ছিলেন।

(ঢাকাটাইমস/১১আগস্ট/ডিএইচ)