কুতুবদিয়ার জলদস্যু মানিক অস্ত্রসহ গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১২ আগস্ট ২০১৮, ১২:০০ | প্রকাশিত : ১২ আগস্ট ২০১৮, ১১:৫২

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার জলদস্যু সর্দার মানিককে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে কুতুবদিয়া থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মানিক কুতুবদিয়ার লেমশীখালী ইউনিয়নের কলারাপাড়ার সিরাজোদৌল্লাহর ছেলে।

এদিকে জলদস্যু সর্দার মানিক আটকের খবরে জেলে পরিবারে স্বস্তি ফিরে এসেছে। অনেকেই মিষ্টি বিতরণও করেছেন।

কুতুবদিয়া থানার ওসি দিদারুল ফেরদৌস বলেন, জলদস্যু মানিক বাহিনীর নির্যাতনে বঙ্গোপসাগরে জেলেরা অতিষ্ঠ ছিলেন। তাকে ধরার জন্য একাধিকবার অভিযান চালানো হলেও সর্বশেষ শনিবার রাতে তার আস্তানা থেকে তাকে গ্রেপ্তার করতে সফল হয় পুলিশ।

এসময় তার কাছ থেকে দেশীয় তৈরি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, ইয়াবা ও মারামারিসহ অর্ধডজন মামলা রয়েছে।

এদিকে মানিক আটকের ব্যাপারে কক্সবাজার বোট মালিক কামাল উদ্দিন ও ফারুক আহমদ জানান, মানিক বাহিনীর নির্যাতনে আমরা যারা বোট মালিক আছি তারা খুবই ভোগান্তিতে ছিলাম। কখনো ডাকাতি, আবার কখনো লুটপাট চালাত মানিক বাহিনী। তার গ্রেপ্তারের খবরে জেলে পরিবারে স্বস্তি ফিরে এসেছে।

(ঢাকাটাইমস/১২আগস্ট/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :