মস্তিষ্কে রক্তক্ষরণে ছাত্রলীগ নেতার মৃত্যু

প্রকাশ | ১২ আগস্ট ২০১৮, ১৫:৪৬

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

ফরিদপুর জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জয়ন্ত সরকার ওরফে জয় (২৩) মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের গুহলক্ষ্মীপুরস্থ নিজ বাড়িতে তিনি মারা যান।

তিনি শহরের গুহলক্ষ্মীপুর মহল্লার বাসিন্দা প্রভাত কুমার সরকারের ছেলে। দুই ভাইয়ের মধ্যে তিনি ছোট।

জয় ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রবিবার দুপুরে ফরিদপুর সদরের অম্বিকাপুর পৌর শ্মশান ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

জয়ন্ত সরকারের পিশাতো ভাই চঞ্চল সরকার জানান, পাঁচ মাস আগে নীপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন জয়ন্ত। দীর্ঘদিন তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে সম্প্রতি তিনি বাড়িতে ফিরেন।

চঞ্চল সরকার আরও বলেন, জয়ন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন। স্নাতক পরীক্ষায় তিনি প্রথম শ্রেণি পেয়ে উত্তীর্ণ হন।

জয়ন্তর মৃত্যুর খবর শুনে জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ফরিদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেনজীর আহমেদ সকালে তার বাড়িতে ছুটে যান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

(ঢাকাটাইমস/১২আগস্ট/প্রতিনিধি/জেবি)