রমনার লেকে গেল উইলস ফ্লাওয়ারের দুই ছাত্রের প্রাণ

প্রকাশ | ১২ আগস্ট ২০১৮, ১৭:১৫ | আপডেট: ১২ আগস্ট ২০১৮, ২৩:৩২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর রমনা পার্কের লেকে গোসল করতে নেমে নবম শ্রেণির দুই ছাত্রের মৃত্যু হয়েছে। তারা হলেন আদনান (১৫) ও মাহফুজ (১৫)। রবিবার দুপুরের দিকে লেকের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া দুজনই কাকরাইলের উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আদনানের বাড়ি মগবাজার গুলবাগ এলাকায়। আর মাহফুজের বাড়ি এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রমনায় ফুটবল খেলা শেষে উইলস লিটল ফ্লাওয়ারের তিন শিক্ষার্থী গোসল করতে লেকে নামে। তাদের একজন কিছুটা সাঁতার জানলেও বাকি দুজন জানত না। এক পর্যায়ে তিনজনই পানিতে তলিয়ে যেতে থাকে। সঙ্গে সঙ্গে ‘৯৯৯’ তে কল দিয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে রমনায় উপস্থিত লোকজন একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও বাকি দুজনকে অচেতন অবস্থায় পাওয়া যায়।

ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আতাউর রহমান ঢাকাটাইমসকে জানান, ‘কল পাওয়া সাথে সাথে সেখানে ডুবুরি যায়। সেখানে যাওয়ার পর জানতে পেরেছে স্থানীয়রা তাদের উদ্ধার করেছে। ফায়ার সার্ভিসের দেরি করার কোনো কারণ এখানে নেই। দুই ছাত্র মারা গেছে তাই এসব অভিযোগ আসছে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘সাড়ে তিনটার দিকে তাদের উদ্ধার করে ঢামেকে আনা হয়। পরে চারটা ১৫ মিনিটে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করে। মরদেহ এখন ঢামেকের জরুরি বিভাগের মর্গে রয়েছে।’

ঢাকাটাইমস/১২আগস্ট/এসএস/এমআর