সহসা জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই আশরাফুলের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ আগস্ট ২০১৮, ২০:১৪

ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন আগেই। সোমবার থেকে উঠে যাচ্ছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞাও। ২০১৩ সালে বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে ক্রিকেট থেকে ৮ বছরের জন্য বহিষ্কার হয়েছিলেন সাবেক বাংলাদেশ অধিনায়ক। পরে কমে হয়েছিল পাঁচ বছর। সোমবারই শেষ হয়ে যাচ্ছে সেই সময়সীমা। দেশের হয়ে খেলার সম্ভাবনা তৈরী হয়েছে আবার। আশরাফুল নিজেও জাতীয় দলে ফেরার স্বপ্নে বিভোর।

কিন্তু প্রধান নির্বাচক মিনজাজুর আবেদীন নান্নু জানালেন, আশরাফুলের আপাতত জাতীয় দলে ফেরার সম্ভাবনা দেখছেন না তিনি। নান্নু বলেন,‘ অনেক দিন ধরেই আন্তর্জাতিক পর্যায়ে নেই। সুতরাং ঘরোয়া ক্রিকেটে সব ফরম্যাটে তাকে খেলতে হবে। ওর ফিটনেস আন্তর্জাতিক পর্যায়ের জন্য ঠিক আছে কিনা, সেটা দেখতে হবে। সাসপেসশন যাওয়ার পর সব ফরম্যাটে খেলুক, তারপর এক বছর যাওয়ার পর বুঝতে পারব তার ফিটনেস কোন লেভেলে আছে।’

নান্নু যোগ করেন,‘ এই মুহূর্তে যদি বলতে হয়, তাহলে বলব এই মুহূর্তে দলে কোনো জায়গা নেই। আমাদের যে ফিটনেস লেভেল আছে, এইচপি থেকে শুরু করে ‘এ’দল ও জাতীয় দলের ফিটনেসের সাথে সে অ্যাটাচড না। এই জায়গায় আসতে হলে তাকে কিছু সময় দিতে হবে। এই লেভেলটা যদি থাকে, তাহলে চিন্তা করা যাবে। সুতরাং এই মুহূর্তে আমরা চিন্তা ভাবনা করছি না।’

বয়সটাও অনুকূলে নয় তার। আশরাফুলের বর্তমান বয়স ৩৪। অনেকটা অবসর নেওয়ার বয়স। অবশ্য বয়স বড় কোনো ফ্যাক্টর নয় বলে জানালেন প্রধান নির্বাচক। তবে জাতীয় দলে ফিরতে হলে বিশেষ কিছু করে দেখাতে হবে তাকে। নান্নু বলেন,‘ বয়স কোন বিষয় না। যদি ফিটনেস আন্তর্জাতিক মানের হয়, তাহলে যে কোন ক্রিকেটারই আসতে পারে। ফিটনেস জাতীয় দলের ক্রিকেটারদের পর্যায়ে আনতে হবে। আর পারফরমেন্স অন্যদের তুলনায় অনেক ভালো হতে হবে। কারণ সে যে জায়গায় ব্যাট করে, সে জায়গায় অনেক ক্রিকেটার স্থায়ী হয়ে গেছে। জাতীয় দলের জন্য কোনো ক্রিকেটারকে যদি দেখা হয়, তাকে বিশেষ পারফরম্যান্স করেই আসতে হবে।’

(ঢাকাটাইমস/১২আগস্ট/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :