জুভেন্টাসে অভিষেক ম্যাচে রোনালদোর গোল

প্রকাশ | ১৩ আগস্ট ২০১৮, ১০:৪৬ | আপডেট: ১৩ আগস্ট ২০১৮, ১১:০৫

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

জুভেন্টাসের হয়ে অভিষেক ম্যাচে নেমেই গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রবিবার জুভেন্টাস ‘বি’ দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে নামে জুভেন্টাস। এই ম্যাচে জুভেন্টাস জয় পায় ৫-০ ব্যবধানে। ম্যাচের প্রথম গোলটি করেন রোনালদো।

ম্যাচের অষ্টম মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়ান তিনি। বাকি চারটি গোলের মধ্যে পাওলো দিবালা করেন দুইটি গোল। ক্লদিও মারশিচিনো একটি গোল করেন। বাকি গোলটি ছিল আত্মঘাতী। এই গোলটি করেছিলেন ক্যাপেলিনি।

গত জুলাইয়ে ১০৫ মিলিয়ন পাউন্ড খরচ করে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ থেকে ক্রিশ্চিয়ানো রোনারদোকে দলে ভেড়ায় ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। ক্লাবের জার্সি গায়ে রবিবার প্রথম ম্যাচ খেলতে নামে রোনালদো। খেলতে নেমেই গোল করতে দেরি করেন ৩৩ বছর বয়সী এই তারকা।

ভিলার পেরোসা শহরে প্রতি বছর জুভেন্টাস ও জুভেন্টাস ‘বি’ দলের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়ে থাকে। ৭২ মিনিট পর ম্যাচ বন্ধ ঘোষণা করা হয়। কারণ ঐতিহ্যগতভাবে এই সময়ে মাঠের বন্ধে ফ্যানরা ঢুকে পড়েন। ১৯৫৫ সাল থেকে প্রতি বছর জুভেন্টাস ও জুভেন্টাস বি দলের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়ে থাকে।

(ঢাকাটাইমস/১৩ আগস্ট/এসইউএল)