ফরিদপুরে তারেক মাসুদের মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশ | ১৩ আগস্ট ২০১৮, ১৪:০৪

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের সপ্তম মৃত্যুবার্ষিকী নানা আয়োজনে ফরিদপুরের ভাঙ্গায় পালিত হচ্ছে।

এ উপলক্ষে সোমবার সকালে তারেক মাসুদ ফাউন্ডেশনের উদ্যোগে তারেক মাসুদের নিজ বাড়ি ভাঙ্গা উপজেলার নূরপুরে তারেক মাসুদের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

বিকালে হবে স্মরণসভা, গুণীজন সম্মাননা প্রদান ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।

২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকায় বিপরীতমুখী চুয়াডাঙ্গা এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনীরকে বহনকারী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন।

মুক্তির গান, মাটির ময়না, আদম সুরত, রানওয়েসহ সাড়া জাগানো চলচ্চিত্র নির্মাতা ছিলেন তারেক মাসুদ। এই চলচ্চিত্র ব্যক্তিত্ব ছিলেন পাঁচ ভাই-বোনের মধ্যে সবার বড়। শৈশবে স্থানীয় একটি মাদ্রাসায় কিছুদিন লেখাপড়া করেছেন। তারপর তিনি ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শেষে ঢাকা চলে যান। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন।

তারেক মাসুদের মা নূরুন নাহার বেগম জানান, মৃত্যুর আগে আমি সরকারের কাছে দাবি জানাই, তারেকের নামে লাইব্রেরি ও যাদুঘর নির্মানের। যার মধ্যে দিয়ে তারেক মানুষের মধ্যে বেঁচে থাকবে।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/প্রতিনিধি/এলএ)